Tuesday, August 26, 2025

পুজোর আগেই মহানগরের পথে নামবে ই-ক্যাব: পরিবহনমন্ত্রী

Date:

Share post:

বায়ু দূষণ (Air pollution)রুখতে এবার কলকাতায় বিদ্যুৎ চালিত ট্যাক্সি বা ই-ক্যাব (E-cab) পথে নামানো হচ্ছে। এই বিষয়ে একটি বেসরকারি সংস্থাকে বরাত দিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। প্রথম দফায় পুজোর আগেই প্রায় এক হাজার ই-ক্যাব পথে নামবে বলে পরিবহন দফতর(Transport department) সূত্রে খবর। ওলা-উবরের মতো এই ই-ক্যাব পরিষেবাও হবে অ্যাপ নির্ভর। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, এর ফলে অন্যান্য ক্যাবের ‘সারচার্জ’ জুলুমবাজি কমবে। যত বেশি ক্যাব নামবে তত প্রতিযোগিতা শুরু হবে। ফলে ভাড়া সঠিক থাকবে। তিনি বলেন, ই-ক্যাব হলে পরিবেশ দূষণও কমবে। এর জন্য শহরের বিভিন্ন জায়গায় চার্জিং স্টেশন তৈরি করবে পরিবহন দফতর।

আগামী মাসের মধ্যেই চালু হয়ে যাবে এই পরিষেবা। একে পেট্রোল-ডিজেল দাম আকাশ ছোঁয়া। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বায়ু দূষণ। তা রুখতেই পেট্রোল- ডিজেল বিহীন এই ক্যাবের উদ্যোগ নেওয়া হয়েছে। বৈদ্যুতিক এই ক্যাবের ভাড়া পরিবহন দফতরের গাইডলাইন মেনে হবে। ইতিমধ্যেই ওই বেসরকারি সংস্থা পেয়েছে ছাড়পত্র। সরকারের উদ্যোগে দূষণ এবং জ্বালানির মুল্যবৃদ্ধিতে রাশ টানতে ইতিমধ্যেই নামানো হয়েছে ইলেক্ট্রিক বাস। নামবে ই- অটোও। আর এদিকে পুজোর আগেই আসছে ই-ক্যাব। ই-গাড়িতে উৎসাহ বাড়াতে একাধিক ছাড় দিচ্ছে রাজ্য সরকার। তাতেই ই-গাড়িতে মানুষের আগ্রহ বাড়ছে বলে জানাচ্ছেন দফতরের কর্তারা। বেড়েছে বৈদ্যুতিক গাড়ির রেজিস্ট্রেশন।

পরিবহন দফতর সূত্রে খবর, এসি ট্যাক্সির বেস ফেয়ারের উপর সর্বোচ্চ ৫০ শতাংশ ভাড়া নিতে পারবে এই গাড়ি। নির্দেশিকা অনুযায়ী, সর্বাধিক বেস ফেয়ার হবে ৫৬ টাকা। প্রতি কিলোমিটারে রাজ্য সরকারের বেঁধে দেওয়া ভাড়া রয়েছে এসি ট্যাক্সির ক্ষেত্রে ১৮ টাকা ৫০ পয়সা। অ্যাপ ক্যাব সর্বাধিক ৫০% ভাড়া নেওয়া যাবে। ফলে প্রতি কিলোমিটারে সর্বাধিক ২৮ টাকা ভাড়া নেওয়া যাবে।

&nbsp

spot_img

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...