Thursday, August 28, 2025

দু-চারটে আসনে হারলে ভোটে গা জোয়ারি নয়: সাংগঠনিক জেলার বৈঠকে কড়া বার্তা অভিষেকের

Date:

Share post:

বারবারই দলের স্বচ্ছ্ব ভাবমূর্তির উপর জোর দেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। বিভিন্ন সাংগঠনিক জেলার বৈঠকে সেই বার্তাই দিচ্ছেন তিনি। মঙ্গলবার, তমলুক -কাঁথি দুটি সাংগঠনিক জেলার সঙ্গে বৈঠক করেন অভিষেক। আর সেখানে কড়া বার্তা দেন তিনি। বলেন, দু-চারটে আসনে হারলেও পেশি শক্তি দিয়ে ভোট করা যাবে না। বৈঠকে ছিলেন সৌমেন মহাপাত্র (Soumen Mahapatra), অখিল গিরি (Akhil Giri), সুপ্রকাশ গিরি (Suprakash Giri)-সহ এই দু জায়গার তৃণমূল নেতৃত্ব। ছিলেন পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক ফিরোজা বিবিও। নন্দীগ্রাম আন্দোলনে তাঁকে বলা হয় ‘শহিদের মা’। সেই কারণে তিনিও ছিলেন এদিনের বৈঠকে। তিনি স্পষ্ট জানান, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার করতে হবে। এলাকায় সবার কাছে প্রকল্পের সুবিধা পৌঁছছে কি না সে বিষয়ে খোঁজ রাখতে হবে। স্থানীয় মানুষের কাছে গিয়ে সুবিধা-অসুবিধার কথা জানতে হবে।

আরও পড়ুন- ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভে তৃণমূল  

সামনেই পঞ্চায়েত নির্বাচন। কিন্তু পাখির চোখ লোকসভা। সেই কারণেই দলের স্বচ্ছ্ব ভাবমূর্তি বজায় রাখতে চাইছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সব বৈঠকেই দলীয় নেতৃত্বকে দুর্নীতি থেকে দূরে থাকার বার্তা দেন তিনি। আগেই বলেছিলেন অভিষেক- “হয় তৃণমূল করুন, না হয় কন্ট্রাক্টরি। তৃণমূল করে খাওয়ার জায়গা নয়”। তবে, মঙ্গলবারের বৈঠকে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, কাঁথি-সহ পূর্ব মেদিনীপুর এক সময় শুভেন্দুর গড় বলে পরিচিত ছিল। তৃণমূলের থেকে সপরিবারে সব সুবিধা নেওয়ার পরে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যান শুভেন্দু অধিকারী। আর তারপরেই কাঁথিতে শুভেন্দুর বাড়ির বুথেই হেরেছে বিজেপি। সেই অঞ্চলের সাংগঠনিক জেলার জন্য অভিষেক কী বার্তা দেন তার দিকে তাকিয়ে ছিল রাজনৈতিক মহল। সেখানে দাঁড়িয়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের নির্দেশ দেন অভিষেক। তিনি স্পষ্ট জানান, কোনও ভাবেই পেশি শক্তিকে কাজে লাগিয়ে নির্বাচনে লড়া যাবে না। অভিষেক বলেন, গণতান্ত্রিক পরিবেশে লড়াই হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের খতিয়ান এলাকায় প্রচার করতে হবে। দলের ভাবমূর্তি স্বচ্ছ্ব রাখার ক্ষেত্রে বিশেষ জোর দেন অভিষেক।


spot_img

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...