Monday, January 12, 2026

ইন্দো-মার্কিন অর্থনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপন

Date:

Share post:

ভারত (India) এবং মার্কিন মুলকের (US) সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে একইসঙ্গে ভারত মার্কিন অর্থনৈতিক সম্পর্কেরও (Indo – US economic relations) হীরক জয়ন্তী পালিত হল। ইন্দো আমেরিকান (Indo – American) চেম্বার অফ কমার্স – ইস্ট ইন্ডিয়া কাউন্সিল এই ভারত-মার্কিন অর্থনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপন করল ২৪ অগাস্ট ২০২২-এ । ভারত-মার্কিন বাণিজ্যের পরিপ্রেক্ষিতে ভারতীয় অর্থনীতির (Indian Economy) অবস্থান নিয়েও একটি অর্থনৈতিক সম্মেলনের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে।

করোনা পরবর্তীকালে সারা বিশ্ব জুড়ে অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন হয়েছে। সেই বিষয়টিকে মাথায় রেখে ভারত এবং মার্কিন মুলক দু’দেশেই অর্থনৈতিক ব্যবস্থাকে মজবুত করার চেষ্টা করা হয়েছে। ভারত মার্কিন অর্থনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে বিশ্বের অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে ভারতের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরা হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের কনসাল্টেন্ট জেনারেল মেলিন্ডা পাভেক (Melinda Pavek)। সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্প বাণিজ্য ও উদ্যোগ বিভাগের সেক্রেটারি বন্দনা যাদব (আইএএস)। ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মূলত বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটকে মাথায় রেখে আগামীতে ভারত মার্কিন নিরাপদ বাণিজ্যের বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আরও উন্নত অর্থনৈতিক অবস্থান তৈরির লক্ষ্য নিয়ে ব্যবসায়ী সম্প্রদায়কে প্রয়োজনীয় পদক্ষেপ এবং সতর্কতা গ্রহণ করার কথাও বলা হয়।

এই অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) প্রাক্তন গভর্নর ডঃ ডি. সুব্বা রাও, হিডকোর (HIDCO) ব্যবস্থাপনা পরিচালক দেবাশিস সেন, চন্দ্র শেখর ঘোষ (সিএমডি), বন্ধন ব্যাঙ্ক, সঞ্জীব পাল – ভাইস প্রেসিডেন্ট, সেফটি, হেলথ অ্যান্ড সাসটেইনেবিলিটি -টাটা স্টিল লিমিটেড। উপস্থিত ছিলেন টাটা স্টিল লিমিটেড (TATA Steel Ltd)-এর কর্পোরেট সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট চাণক্য চৌধুরী, নিরুপম চৌধুরী – আঞ্চলিক পরিচালক (East) – NASSCOM, মডারেটর অধ্যাপক সুমন মুখোপাধ্যায় (Suman Mukherjee) সহ অন্যান্যরা।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...