Tuesday, January 13, 2026

কাশ্মীরে গ্রেফতার ৩ কুখ্যাত জঙ্গি, উদ্ধার গ্রেনেড ও পাকিস্তানি পতাকা

Date:

Share post:

জঙ্গি দমন (Suppression Of Militancy) অভিযানে বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর (Security Forces)। সপ্তাহ শেষে জম্মু কাশ্মীর থেকে গ্রেফতার (Arrest) করা হল ৩ জঙ্গিকে। ধৃত জঙ্গিদের থেকে গ্রেনেড ও ১২টি পাকিস্তানি পতাকা (Pakistan Flag) উদ্ধার হয়েছে বলে ভারতীয় সেনা (Indian Army) সূত্রের খবর। শুক্রবার সেনাবাহিনীর কাছে গোপন সূত্রে খবর আসে জম্মু কাশ্মীরের সোপোর (Sopore) এলাকায় বড়সড় হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা। গোপন খবরের ভিত্তিতেই গ্রেফতার করা হয় ওই জঙ্গিদের।

শুক্রবার যৌথভাবে এই অভিযান চালায় কাশ্মীর পুলিশ (Kashmir Report), ২২ রাষ্ট্রীয় রাইফেলস (State Rifles) ও সিআরপিএফ (CRPF)। ধৃত জঙ্গিদের নাম– শারিক আশরফ, সাকলেন মুস্তাক ও তৌকিফ হাসান শেখ। কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও পরিযায়ী শ্রমিকদের উপর হামলার পরিকল্পনা ছিল ধৃত জঙ্গিদের। ইতিমধ্যে ধৃতদের বিরুদ্ধে বামাই থানায় (Bamai Police Station) এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত ৩ জঙ্গি গোরিপুরা থেকে সোপরের দিকে আসছিল। নিরাপত্তা বাহিনীর কাছে আগে থেকেই খবর ছিল উপত্যকায় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালাতে পারে জঙ্গিরা। আর এই খবর পাওয়ার পরই জম্মু কাশ্মীর পুলিশ, সিআরপিএফ ১৭৯ ব্যাটেলিয়ন ও ২২ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা যৌথ অভিযান চালায়। তারপরই হাতেনাতে ধরা পড়ে ৩ জঙ্গি।

এদিকে শুক্রবারই অবৈধভাবে সীমান্ত (LOC) পেরিয়ে ভারতে ঢুকে নাশকতা চালানোর পরিকল্পনা করে অন্য ৩ পাক জঙ্গি। তবে পড়শি দেশের জঙ্গিদের অনুপ্রবেশের সমস্ত ছক বানচাল করে দেয় ভারতীয় সেনা (Indian Army)। ভারতীয় সেনার বিশেষ নজরদারি ক্যামেরায় (Special Surveillance Camera) ধরা পড়ে যায় জঙ্গিদের সীমান্ত পেরনোর দৃশ্য। আর তারপরই জওয়ানদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় জঙ্গিদের। গুলির লড়াইয়ে খতম হয় ৩ জঙ্গি।

spot_img

Related articles

ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা – হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

ঘরের মাঠে দেশি - বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি...

সাতসকালে মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা

মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল। সকালের ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। দিনের প্রথম...

নিপা ভাইরাসের আশঙ্কা! রাজ্যকে পূর্ণ সহযোগিতার আশ্বাস কেন্দ্রের

রাজ্যের কল্যানী AIMS-এর ICMR-VRDL-এ দুইটি সন্দেহজনক নিপা ভাইরাস সনাক্ত হওয়ার পর রাজ্য সরকারকে পূর্ণ প্রযুক্তিগত, লজিস্টিক ও কার্যকরী সহযোগিতার...

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি সুজয় পাল 

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির...