দেশের ৪৯ তম প্রধান বিচারপতি হিসেব শপথ নিলেন উদয় উমেশ ললিত

দেশের শীর্ষ আদালতের (Supreme court) প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন উদয় উমেশ ললিত (Uday Umesh Lalit)। শনিবার রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করালেন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)।

শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে নিজের মেয়াদকাল শেষ হয় দেশের প্রাক্তন প্রধান বিচারপতি এন ভি রামানা (N V Ramana)।এর আগেই পরবর্তী প্রধান বিচারপতি পদে নয়া বিচারপতির সুপারিশ চেয়ে রামানার কাছে চিঠি পাঠিয়েছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। তখনই উদয় উমেশ ললিতের নাম সুপারিশ করা হয়। আজ সেই পদে শপথ নিয়ে দেশের ৪৯ তম প্রধান বিচারপতি হলেন ইউ ইউ ললিত। যদিও ললিতের কার্যক্রমের মেয়াদকাল মাত্র ৭৪ দিন। আগামী ৮ নভেম্বরই তাঁর অবসর নেওয়ার পালা। এদিন দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পর বিচারব্যবস্থার সরল ও স্বচ্ছতার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন। প্রসঙ্গত দেশের প্রধান বিচারপতি ইউ ইউ ললিত আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন ১৯৮৩ সালে। টু জি (2G) স্পেকট্রাম কেলেঙ্কারি মামলায় সিবিআই এর পাবলিক প্রসিকিউটর হিসেবেও কাজ করেছেন তিনি। উদয় উমেশ ললিত দেশের দ্বিতীয় প্রধান বিচারপতি যিনি সরাসরি বার থেকে শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন।

Previous articleউদ্বোধনের আগে আলোকোজ্জ্বল অটল সেতুর ছবি টুইট প্রধানমন্ত্রীর
Next articleকাশ্মীরে গ্রেফতার ৩ কুখ্যাত জঙ্গি, উদ্ধার গ্রেনেড ও পাকিস্তানি পতাকা