Friday, November 7, 2025

মরশুমের প্রথম ডার্বি, লাল-হলুদকে সমীহ বাগান কোচের

Date:

Share post:

বেজে গিয়েছে ডার্বির দামামা। রাত পোহালেই বাঙালির ঐতিহ্যের ডার্বি। দীর্ঘ আড়াই বছর পর কলকাতায় ফিরছে ডার্বি। সেই উত্তাপেই কাঁপছে ফুটবলপ্রেমী মানুষ। শেষ চারবারের সাক্ষাৎ-এ ডার্বির রং হয়েছে সবুজ-মেরুন। তবে নতুন মরশুমে ছবিটা একটু অন‍্য। মরশুম শুরু হলেও এখনও জয়ের মুখ দেখেনি জুয়ান ফেরান্দোর দল। সুযোগ তৈরি করেও গোল করতে পারছেন না এটিকে মোহনবাগান ফুটবলাররা। তার খেসারতও দিতে হয়েছে তাদের। এখনও একটাও ম্যাচ জিততে পারেনি তারা। তাই ডার্বির আগে একটু কি চাপে বাগান ব্রিগেড? যদিও এই নিয়ে ভাবছে না ফেরান্দোর দল। বরং এখন থেকেই হুঙ্কার দিয়ে রাখছেন জনি কাউকো। বরং যেকোনও দলকে হারিয়ে দিতে পারেন বলেই দাবি ফিনল্যান্ডের ফুটবলারের।

ইমামি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি ম্যাচে যাতে গোল করার সমস্যা না হয়, তার দিকে তীক্ষ্ণ নজর রাখছেন কোচ জুয়ান ফেরান্দো। সেই জন্যই ক্লোজ ডোর অনুশীলনে ছোট গোল পোস্টে গোল করতে দেখা যায় ফুটবলারদের। শনিবার সকালে সেটপিস অনুশীলনও করালেন জুয়ান। গোল করার ক্ষেত্রে জনি কাউকো, লিস্টন কোলাসো ও মনবীর সিং-এর উপরেই ভরসা রাখছেন এটিকে মোহনবাগান কোচ।

আড়াই বছর পর ঘরের দর্শকদের সামনে ডার্বি। এই ম্যাচ খেলতে মুখিয়ে রয়েছেন জনি কাউকো। কার্যত হুঙ্কারের সুরেই তিনি বলেন, ”আমাদের যা দল রয়েছে তাতে যে কোনও দলকে হারাতে পারি।”  অপরদিকে জুয়ান বলেন, ”ডার্বি ম্যাচটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। এই ম্যাচ কলকাতায় এত দর্শকের সামনে খেলতে পারা সম্মানের।”

আগের চার ম্যাচে লাল-হলুদকে হারিয়েছে সবুজ-মেরুন শিবির। যদিও তা নিয়ে ভাবতে নারাজ জুয়ান। তিনি বলেন, ”আগে কটা ডার্বি জিতেছি, কী হয়েছে, সেটা নিয়ে আমি ভাবতে রাজি নই। এই ম্যাচটা আমরা জিতব। ডার্বি নিয়ে দলের উপর আলাদা করে চাপ নেই। আমরা যদি খারাপ খেলতাম তবে দলের উপর চাপ থাকত। ভাল খেললেও গোল করতে পারছি না। এই জন্যই খারাপ লাগছে।”

প্রতিপক্ষ ইমামি ইস্টবেঙ্গলকে সমীহ করছেন সবুজ মেরুন কোচ জুয়ান। স্টিফেন কনস্ট্যানটাইনের দলের ভারসাম্য যথেষ্ট ভাল বলেই মনে করেন তিনি। এই নিয়ে জুয়ান বলেন, ”ওদের দলে বিদেশিরা বেশ ভাল। আমি খেলা দেখছি। দলটার ভারসাম্যও খুব ভাল। ডার্বিতে কেউ কোনওদিন এগিয়ে থেকে শুরু করে না। আমরাও তার ব্যতিক্রম নই। এটা সকলের কাছেই স্পেশাল। কিছু ভুল-ত্রুটি হচ্ছে তবে তা ডার্বিতে হবে না বলেই আশা করছি।”

এদিকে একেবারেই নতুন দল ইমামি ইস্টবেঙ্গল। লাল-হলুদের দল নিয়ে জনি কাউকো জানিয়েছেন, এখনও ইমামি ইস্টবেঙ্গলের একটাও ম্যাচ দেখেননি। কোচের উপরেই আস্থা রাখছেন ইউরো কাপে খেলা এই ফুটবলার। জনি বলেন, ”সেরা খেলাটা দেওয়ার জন্য আমি তৈরি। যে কোনও প্রান্তেই ডার্বির একটা আলাদা গুরুত্ব থাকে সেটা আমি জানি। তবে এখনও ইমামি ইস্টবেঙ্গলের খেলা দেখিনি। কোচ তাঁর সেরা স্ট্যাটেজিতেই এই ম্যাচ খেলাবেন।

এদিকে নেতার মতোই সতীর্থদের আগলে রাখছেন প্রীতম কোটাল। ডার্বি নিয়ে তিনি বলেন, ”আমাদের দলের অনেকেই ডার্বি খেলেছে। তবে তা ফাঁকা মাঠে। এত দর্শকের সামনে ডার্বি খেলার অভিজ্ঞতা খুব কম রয়েছে। তাই তাদের বোঝাচ্ছি কীভাবে এই চাপ কাটিয়ে উঠতে হবে। নিজেদের দোষেই গত দুই ম্যাচে পয়েন্ট হারিয়েছি। সবাইকে ডেকে বলেছি আগের ম্যাচে কী হয়েছে তা ভুলে যাও। আমাদের দলে যে শক্তি রয়েছে তাতে ভাল খেলতে পারলে ডার্বি জিততে সমস্যা হবে না। বাগান সমর্থকরা যাতে আনন্দ করে বাড়ি যেতে পারেন সেটা দেখার দায়িত্ব থাকবে আমাদের উপর।”

আরও পড়ুন:এশিয়া কাপে বিরাটের ব‍্যাটে রান ফিরবে বলে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়

 

spot_img

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...