Thursday, May 15, 2025

বিজেপির ‘চোর’ মন্তব্যে পাল্টা এবার কড়া বার্তা সৌগতর

Date:

Share post:

দুই তৃণমূল নেতা গ্রেফতারের ঘটনাকে হাতিয়ার করে রাজনৈতিক মঞ্চে ফায়দা তুলতে মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির। ‘চোর’ বলে উত্যক্ত করা হচ্ছে সকল তৃণমূল নেতা কর্মীদের। এই ইস্যুতে আগেই সতর্ক করেছিলেন তৃণমূল(TMC) সাংসদ সৌগত রায়(Sougata Roy)। এবার দিলেন কড়া বার্তা। স্পষ্ট ভাষায় জানালেন, ‘আমরা রুখে দাঁড়ালে ওদের এলাকাছাড়া হতে হবে।’

শনিবার উত্তর ২৪ পরগনায় এক দলীয় কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সেখানেই বিরোধীদের তরফে সকল তৃণমূল নেতৃত্বের এভাবে ‘চরিত্র হনন’ প্রসঙ্গে কড়া বার্তা দেন সৌগত। কড়া ভাষায় জানান, “সিপিএম, বিজেপি, কংগ্রেস আপনারা সব তৃণমূলকে চোর ধরো, জেল ভরো বলবেন না। তৃণমূলের সবাই চোর বলবেন না। আমাদের দলের ৯৮% সৎ, ২% যদি কোনও সমস্যা থাকে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেব। তাই তৃণমূল মানেই চোর এভাবে বলে বিরোধীরা আমাদের উত্যক্ত করলে তৃণমূল কর্মীরা চুপ করে বসে থাকবে না। আমরা একবার রুখে দাঁড়ালে ওদের এলাকা ছেড়ে দিতে হবে।”

শুধু তাই নয়, আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে তিনি বলেন, “বিরোধীদের কেউ একজন প্রমাণ করুক সৌগত রায় কারও থেকে টাকা নিয়েছে, কোথাও সম্পত্তি রয়েছে। তাহলে রাজনীতি ছেড়ে দেব। ফালতু অভিযোগ শুনতে রাজি নই। যাদের চিনি না, তাঁরা আমাদের দিকে অভিযোগ তুলবে, সেটা ভালো লাগে না। তৃণমূলের লোকেরা ফুঁসছে, তাই বিরোধীরা নিজেদের নিয়ন্ত্রণ না করলে কপালে দুঃখ আছে।”

উল্লেখ্য, দুই তৃণমূল নেতার গ্রেফতারির ঘটনায় বিজেপির তরফে শুরু করা হয়েছে ‘চোর ধরো জেল ভরো’ অভিযান। শুধু তাই নয়, ‘চরিত্র হনন’ করা হচ্ছে সকল তৃণমূল নেতৃত্বের। ‘চোর’ বলে আক্রমণ করা হচ্ছে সব তৃণমূল নেতৃত্বকে। বিরোধীদের সেই মন্তব্যের বিরুদ্ধেই এবার ফুঁসে উঠলেন সৌগত।

spot_img

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...