Thursday, August 21, 2025

নিয়োগ দুর্নীতিতে কী ভূমিকা ছিল প্রসন্নর? উত্তর খুঁজছে সিবিআই

Date:

Share post:

SSC নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার মিডলম্যান প্রসন্ন রায়কে ২ দিনের CBI হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এরপর থেকেই শুরু হয়েছে প্রসন্নকে জিজ্ঞাসাবাদ। তিনিও নিয়োগ সংক্রান্ত বেনিয়মের মধ্যস্থতাকারী হিসেবেইও কাজ করতেন বলে দাবি সিবিআই-এর। কার নির্দেশে অকৃতকার্য পরীক্ষার্থীদের নিয়োগ করার সুপারিশ করেছিলেন প্রসন্ন রায়, সেসব বিষয়ে উত্তর খুঁজছে সিবিআই।

আরও পড়ুন:জামিনে মুক্ত অভিযুক্তরা, কৃত্রিম হাত পেলেও আতঙ্কিত রেণু

রবিবার প্রসন্নকে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই। এদিন সিবিআই একাধিক বিষয় নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে। নিয়োগ দুর্নীতিতে আর কারা জড়িত ছিলেন সেসব বিষয়ে জেরা করে সিবিআই। প্রসন্ন রায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন, তাই তিনি শান্তিপ্রসাদ সিনহার আস্থা অর্জন করেছিলেন। তবে তাঁর কী ভূমিকা ছিল, তার এখনও সদুত্তর পায়নি সিবিআই। তাই নিয়োগ দুর্নীতিতে প্রসন্নের কী ভূমিকা ছিল?বেআইনি নিয়োগে সুপারিশ করা প্রার্থীদের কে নিয়োগ করাছিল? বেআইনি নিয়োগে পার্থ চট্টোপাধ্যায়ের সরাসরি ভূমিকা ছিল নাকি অন্য কেউ এই এই নিয়োগের সঙ্গে জড়িত ছিলেন, সেসবেরই উত্তর খুঁজছে সিবিআই।

সিবিআই সূত্রে খবর, প্রসন্ন রায়ের কর্মচারী প্রদীপ সিং ওরফে ছোট্টু।প্রসন্নর ‘আইডিয়াল কার রেন্টাল’ সংস্থায় কম্পিউটারের কাজ করত প্রদীপ।’আইডিয়াল কার রেন্টাল’ বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে গাড়ি ভাড়া দেয়।পশ্চিমবঙ্গ শিক্ষা দফতরে যখন গাড়ি ভাড়ার প্রয়োজন হতো, তখন এই ট্রাভেল সংস্থা থেকে গাড়ি ভাড়া করত। সেই সুবাদে প্রদীপ স্কুল সার্ভিস কমিশনের অফিসে অনায়াসে যাতায়াত  করত।বেশিরভাগ সময় শান্তিপ্রসাদ সিনহা ,প্রদীপকে ফোন করে গাড়ি ভাড়া করত। যার জন্যই শান্তিপ্রসাদ সিনহার ফোন বুকে প্রদীপের নাম ছোট্টু ছিল। অভিযোগ প্রদীপ সিং অকৃতকার্য চাকরি পরীক্ষার্থীদের তালিকা বানাত।এছাড়াও প্রসন্ন রায় ২০১২ এর পর থেকেই হোটেল ব্যবসায় রমরমা হয়।

সিবিআই আলিপুর আদালতে দাবি করে, এই প্রসন্ন বৃহত্তর ষড়যন্ত্রের মধ্যে রয়েছে। প্রসন্নকে CBI নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। দু তরফের সম্পূর্ণ সাওয়াল জবাব শোনার পর আলিপুর আদালত,তার দু দিনের সিবিআই হেফাজত দেয়। প্রদীপকে আবার ২৯ অগাস্ট আলিপুর সিবিআই কোর্টে তোলার নির্দেশ দিয়েছে আলিপুর চতুর্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রান্তিক ভট্টাচার্য।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...