Tuesday, August 26, 2025

পুজোর আগেই নতুন রূপে ধরা দেবে কানাইপুর: একাধিক উন্নয়নমূলক ঘোষণা কাঞ্চন, আচ্ছেলালের

Date:

Share post:

পুজো (Durga Puja 2022) আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন (Countdown)। আর দুর্গা পুজোর আগেই হুগলির কানাইপুরে একাধিক উন্নয়নমূলক ঘোষণা (Development Announcement) করলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mallik) ও কানাইপুর গ্রামপঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব (Acche Lal Yadav)। সম্প্রতি কানাইপুরের বাসাই অটো স্ট্যান্ড এলাকায় আমরা কজন পুজো কমিটির মা তারার পুজো পরিদর্শনে এসে একাধিক উন্নয়নমূলক সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তাঁরা।

বিধায়ক কাঞ্চন মল্লিক জানান, বিধানসভা নির্বাচনে (Assembly Election) উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী (TMC Candidate) হিসেবে তাঁর নাম ঘোষনার সময় কোন্নগর জিটি রোড (GT Road) থেকে ডানকুনি (Dankuni) অবধি রাস্তার বেহাল দশা ছিল। তবে তিনি ভোটে জেতার পর নতুন করে ওই রাস্তার সংস্কারের পাশাপাশি এলাকার বহু রাস্তা নতুন করে ঢালাইও করে দিয়েছেন। তবে দুর্গাপুজোর আগেই অটো স্ট্যান্ড থেকে কানাইপুর কলোনি, গঙ্গানগর এলাকার রাস্তা সহ বাকি রাস্তাগুলো নতুন ভাবে তৈরির প্রতিশ্রুতি দেন বিধায়ক কাঞ্চন।

কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের দাবি, কানাইপুর এলাকায় ব্যাপক উন্নয়ন (Develpoment) হয়েছে। আগে এলাকায় জল নিকাশি ব্যাবস্থার (Water Drainage System) কিছু অসুবিধা ছিল তবে সেই সমস্যাগুলি দ্রুত ঠিক করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। পুজোর আগেই সমস্ত কাজ শেষ হয়ে যাবে। পাশাপাশি এদিন বিরোধীদের (Opponents) কটাক্ষ করে পঞ্চায়েত প্রধান বলেন, অহেতুক কোনও কারণে হুজ্জুতি না করে এলাকার উন্নয়নমূলক কাজকে সমর্থন করুন। যেমন কথা তেমন কাজ। জল নিকাশির জন্য এলাকায় যে নর্দমা রয়েছে তা ইতিমধ্যে পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছেন পঞ্চায়েত কর্মীরা।

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...