Friday, May 23, 2025

DA-র দাবিতে কর্মবিরতি সরকারি কর্মীদের, শুনানি জারি রাখতে নিজেই উদ্যোগী প্রধান বিচারপতি

Date:

Share post:

দিন কয়েক আগেই বকেয়া DA মেটানোর দাবিতে মঙ্গলবার দু’ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছিল একাধিক সরকারি কর্মচারি সংগঠন।ঘোষিত এই কর্মসূচিতে হাইকোর্টের কাজ যাতে কোনওভাবেই ব্যাহত না হয় সেজন্য আগে থেকেই সব মামলার ফাইল আর্দালিদের দিয়ে নিজের টেবিলে তুলে নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

বকেয়া DA অবিলম্বে মেটানোর দাবিতে দীর্ঘদিন ধরেই সরব রাজ্য সরকারি কর্মচারীরা।মহার্ঘভাতা যাতে দ্রুত মেটানো হয় সেই দাবিতে মঙ্গলবার দু’ঘণ্টার কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারি কর্মীরা। এদিন সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কর্মবিরতির ডাক দিয়েছে একাধিক সরকারি কর্মচারি সংগঠন। সেই অনুযায়ী বকেয়া DA মেটানোর দাবিতে হাইকোর্টের (Calcutta High Court) কর্মীরা বেলা সাড়ে ১১ টা থেকে কাজ বন্ধ করেন।

আরও পড়ুন- মহিলা সুরক্ষায় সবচেয়ে নিরাপদ কলকাতা, অপরাধের শীর্ষে দিল্লি! বলছে কেন্দ্রীয় রিপোর্ট

অথচ সকাল থেকে অন্যান্য দিনের মতো প্রতি এজলাসে কাজকর্ম শুরু হয়। কিন্তু, ঘড়ির কাঁটায় সাড়ে এগারোটা বাজতেই একে একে কর্মীরা এজলাস ছাড়েন। বর্তমানে মামলা শোনার জন্য উপস্থিত রয়েছেন বিচারপতিরা। তবে কোনও কোর্ট অফিসার না থাকায় হাইকোর্টের কাজকর্ম ব্যাহত হচ্ছে।এদিন প্রধান বিচারপতি সব মামলার ফাইল আর্দালিদের দিয়ে নিজের টেবিলে তুলে নিয়েছেন অর্থাৎ এবার নিজেই পরপর মামলা ডেকে শুনানি চালাতে চান তিনি। উল্লেখ্য, গত ২২ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দেয় তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দিতে হবে। ১৯ অগাস্ট সেই সময়সীমা শেষ হয়েছে। DA নিয়ে হাইকোর্টের এই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়ে ফের একবার আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য।

spot_img

Related articles

বাংলার কনিষ্ঠ অঙ্গদাতা হয়ে ইতিহাস গড়ল ১২ বছরের উমাঙ্গ! 

'জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর'—এই প্রবাদকে সত্যি প্রমাণ করল কলকাতার এক ১২ বছরের কিশোর,...

চিপস চুরির অপবাদ! অপমানে আত্মঘাতী ছাত্র, উত্তাল পাঁশকুড়া

চিপস চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মঘাতী হল পাঁশকুড়ার এক সপ্তম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায়...

নির্বাচন ঘিরে একগুচ্ছ প্রতিশ্রুতি দেবাশিসের নেতৃত্বাধীন শাসক গোষ্ঠীর

বেশ কয়েকদিন আগেই ইস্তেহার প্রকাশ করেছিল মোহনবাগানে(Mohunbagan) এই মুহূর্তে বিরোধি গোষ্ঠী। সৃঞ্জয় বোসরা(Srinjoy Bose) সেখানে নানান প্রতিশ্রুতির কথা...

অনুমতি ছাড়া কর আদায় নয়! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, জারি নির্দেশিকাও 

ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় কোনও রকম সরকারি অনুমতি ছাড়া কর আদায় বন্ধ করতে কড়া নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা...