শোনা যায় যাচ্ছিল ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে সম্পর্কে রয়েছেন সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকর। তা নিয়ে কয়েকদিন আগেও চর্চা ছিল তুঙ্গে। একে অপরের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেই কমেন্ট করতে দেখা যেত একে অপরকে। যদিও ভারতীয় ক্রিকেটার বা সচিন-কন্যা, কেউই এই সম্পর্কের কথা স্বীকার করেননি। আর সোমবার এরই মাঝে নতুন জল্পনা। সোমবার শুভমন গিলের সঙ্গে ডিনার ডেটের ছবি থেকে শুরু হয়েছে নয়া জল্পনা।

সোমবার শুভমন গিলের সঙ্গে ডিনার ডেটে দেখা গেল সারা আলি খানকে। যিনি বলিউডের অভিনেতা সইফ আলি খানের মেয়ে এবং মনসুর আলি খান পাতৌদির নাতনি। আর সেই ছবি নিমিষেই ভাইরাল। একটি রেস্তরাঁয় উপস্থিত এক ব্যক্তির ক্যামেরায় উঠে আসে দুজনের ছবি।

২০১৯ সালের আইপিএল থেকে সারা তেন্ডুলকরের সঙ্গে নাম জড়িয়েছিল শুভমন গিলের। যদিও এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁদের সম্পর্ক যে খারাপ হয়েছে তার আভাস পাওয়া যায় তাঁদের ইনস্টাগ্রাম পোস্ট দেখে। একে অপরকে আনফলো করেছেন সারা ও শুভমন।

Shubman gill date sara ali khan ko kar eha tha aur hum kisi aur hi sara ko lapet rhe the🥲#Shubmangill #CricketTwitter pic.twitter.com/oEAAXqXgOz
— Arun (@ArunTuThikHoGya) August 29, 2022
সম্প্রতি জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলে ফিরেছেন শুভমন। সেই সিরিজে জীবনের প্রথম শতরানও করেন তিনি। এরপর ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন শুভমন।

আরও পড়ুন:হাসপাতালের বিল বকেয়া, আটকে রাখার অভিযোগ পাকিস্তানের প্রাক্তন অলিম্পিয়ান মনজুর হুসেনের দেহ
