Tuesday, November 4, 2025

ফেডারেশনের নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে বলে দাবি বাইচুংয়ের

Date:

Share post:

শুক্রবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) নির্বাচন। তার আগে মনোনয়ন পরীক্ষার কাজ শেষ। সভাপতি পদের নির্বাচনে প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়ার (Bhaichung Bhutia) নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় দলের প্রাক্তন বাঙালি গোলরক্ষক কল্যাণ চৌবে। সূত্রের খবর, যিনি কেন্দ্রের শাসক দলের সমর্থন নিয়ে নির্বাচনী লড়াইয়ে এগিয়ে আছেন। ইস্টবেঙ্গল ক্লাবে এসে বাইচুং পরোক্ষেই জানিয়ে দিলেন, ফেডারেশনের নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে। বাইচুং বলেন, ‘‘ফুটবল প্রশাসন রাজনৈতিক প্রভাব থেকে দূরে রাখা উচিত। কিন্তু সেটা মানা হচ্ছে বলে মনে হচ্ছে না।’’

তবে নির্বাচনে জিতলে তিনি যে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য অনেক কিছু করতে চান, তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন। বাইচুং বলেন, ‘‘তৃণমূল স্তরে ফুটবলের উন্নতি করতে চাই। রাজ্য ফুটবল সংস্থাগুলিকে আর্থিক এবং পরিকাঠামো গতভাবে সাহায্য করতে হবে, যাতে তারা বিভিন্ন জায়গা থেকে ফুটবলার তুলে আনতে পারে। তার জন্য রাজ্যগুলিকে বয়সভিত্তিক লিগ চালু করতে হবে। অনেক রাজ্যই অক্ষমতার জন্য লিগ আয়োজন করার জায়গা নেই। ফেডারেশনকে এগিয়ে এসে তাদের পাশে দাঁড়াতে হবে। এগুলো আমি করতে চাই।’’ লাল-হলুদ জার্সি গায়ে বহু স্মরণীয় ম্যাচ খেলা বাইচুং নিজের প্রিয় ক্লাবে বসে আরও বলেন, ‘‘আমি সভাপতি হলে গোটা দেশের ফুটবলের উন্নতির পাশাপাশি ময়দানে তিন প্রধানকেও সাহায্যের হাত বাড়িয়ে দেব। তিন প্রধানের অতীত গৌরব ফিরিয়ে আনতে চাই।’’

আরও পড়ুন:শুভমন গিলের সঙ্গে ডিনার ডেটে সারা, তবে তেন্ডুলকর নয়, ভাইরাল ভিডিও

 

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...