Thursday, December 25, 2025

‘পুলিশ ডে’-এর আগের দিন নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পয়লা সেপ্টেম্বর ‘পুলিশ ডে’। তার আগের দিন নবান্ন থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, পুলিশের (Police) উপরতলা ও নীচুতলার মধ্যে যাতে কোনও তারতম্য না থাকে তার জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত কলকাতা ও রাজ্য পুলিশের ক্ষেত্রেই প্রযোজ্য।
কী কী সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী-

• পুলিশের চাকরির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয়েছে।
• পুলিশ, সিভিক ভলান্টিয়াররা প্রোমোশনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর থেকে ৩৫ করা হয়েছে।
• চাকরিকরাকালীন কেউ মারা গেলে তাঁর পরিবারের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
• কলকাতা পুলিশের ড্রাইভারের বেতন ১১৫০০ থেকে বাড়িয়ে ১৩৫০০টাকা করা হল।
• পুলিশের চুক্তিভিত্তিক ড্রাইভারের বেতন ১৩৫০০ থেকে বাড়িয়ে ১৫ হাজার করে দেওয়া হল।
• চুক্তিভিত্তিক ড্রাইভাররা আগামী দিনে পরীক্ষায় বসলে কিছু সুযোগ দেওয়া হবে।
• কনস্টেবল থেকে অ্যাসিট্যান্ট সাব ইন্সপেক্টর, অ্যাসিট্যান্ট সাব ইন্সপেক্টর থেকে সাব ইন্সপেক্টর পদে পদোন্নতিতে সুযোগ থাকবে।
• মাউন্ট পুলিশের সহিসদেরও পদোন্নতির ব্যবস্থা করা হচ্ছে।
• কলকাতা পুলিশের এসিপি এবং ডিসিপিরা ইউনিফর্ম অ্যালাওন্স বা পোশাক ভাতা হিসেবে বছরে ১৫ হাজার টাকা পাবেন।
• পুলিশের SI, ASI এবং কনস্টেবলরা এতদিন ইউনিফর্মের কিট পেতেন। এবার থেকে ইউনিফর্ম ভাতা পাবেন।
• ইন্সপেক্টর পাবেন ১০ হাজার টাকা, সাব ইন্সপেক্টর পাবেন সাড়ে ৭ হাজার, অ্যাসিট্যান্ট সাব ইন্সপেক্টর পাবেন ৬ হাজার টাকা, কনস্টেবল পাবেন ৫ হাজার টাকা।
• এবছর কিট পেয়েছেন তাই পোশাক রক্ষণাবেক্ষণের বাবদ কিছু টাকা দেওয়া হবে। ইন্সপেক্টর পাবেন সাড়ে ৪ হাজার টাকা, সাব ইন্সপেক্টর পাবেন ৪ হাজার, অ্যাসিট্যান্ট সাব ইন্সপেক্টর পাবেন ৩ হাজার টাকা, কনস্টেবল পাবেন ৩ হাজার টাকা।

মুখ্যমন্ত্রী জানান, চাকরিকরাকালীন কেউ মারা তাদের ক্ষেত্রে বয়স বা শারীরিক মাপে ছাড় দেওযা হবে। তাঁরা category মতো চাকরি পাবেন। মমতা বলেন, পুলিশকর্মী দিনরাত পরিশ্রম করেন। সেই কারণে তাঁদের কাজ প্রশংসিত হওয়া উচিত।

 

spot_img

Related articles

ছায়ানটের ঘটনায় প্রতিবাদ! ঢাকা সফর বাতিল রাশিদ-পুত্র আরমানের

ওপার বাংলার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে সরব হলেন প্রখ্যাত সরোদশিল্পী ওস্তাদ রাশিদ খানের পুত্র...

বাংলাদেশে ফের গণপিটুনিতে মৃত যুবক: গ্রেফতার নিহতেরই সঙ্গী!

চাঁদাবাজ তকমা দিয়ে ফের এক যুবককে পিটিয়ে খুনের ঘটনা বাংলাদেশে। নির্বাচনের (Bangladesh election) মাত্র দুমাস আগে এই ঘটনায়...

বড়দিনে কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ভস্মীভূত অন্তত ৫০টি ঝুপড়ি

বড়দিনের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হল খাস কলকাতায়। বৃহস্পতিবার বিকেলে গার্ডেনরিচের পাহাড়পুর এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল...

প্রেমে প্রত্যাখ্যান! তরুণীকে বিষ খাইয়ে খুন প্রেমিকের

প্রেমের প্রস্তাবে (love proposal) রাজি না হওয়ায় তরুণীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। মৃত...