Wednesday, August 27, 2025

নিরাপত্তা বাড়ল পানিহাটির নিহত প্রাক্তন কাউন্সিলরের স্ত্রী মীনাক্ষী দত্তর

Date:

Share post:

পানিহাটির নিহত প্রাক্তন কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী বর্তমান কাউন্সিলর মীনাক্ষী দত্ত নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছিলেন। দাবি জানানোর চব্বিশ ঘণ্টা পর বুধবারই তাঁর নিরাপত্তার জন্য আরও একজন পুলিশকর্মী নিয়োগ করার কথা জানানো হল বারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। একইসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়াত কাউন্সিলরের স্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করেন বলেও জানা গিয়েছে।বুধবার পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেছেন তিনি। পুলিশের তরফে তাঁর নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

পানিহাটি আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্তের মৃত্যু হয় মাস কয়েক আগে। সম্প্রতি সেই খুনের মামলায় জামিন পান বাপি পণ্ডিত। এরপর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি স্ত্রী মীনাক্ষী। সে ব্যাপারে এ দিন তিনি কথা বলেছেন পুলিশ কমিশনারের সঙ্গে। পাশাপাশি জামিনের বিরোধিতা করা প্রসঙ্গেও কমিশনারের সঙ্গে কথা বলেছেন তিনি। তাঁর দাবি, স্বামীর হত্যার বিচার চান তিনি। জামিনের বিরোধিতা করে তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছেন কি না, সেই প্রশ্নের উত্তরে মীনাক্ষী জানান, কমিশনার যে ভাবে বলবেন, সে ভাবেই তাঁরা এগোবেন।

গত সোমবার বাপি জামিন পাওয়ার পর রাতে আগরপাড়া, তেঁতুলতলা জুড়ে বিটি রোড অবরোধ করেন এলাকার বাসিন্দারা। অভিযুক্তের জামিনে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। অনুপম দত্তের বৃদ্ধা মাও এই খবর পেয়ে শয্যাশায়ী হয়ে পড়েন।এ দিন বারাকপুরের পুলিশ কমিশনার জানান, মীনাক্ষী দত্তের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি।

spot_img

Related articles

পুজোর মেনুতে নতুন স্বাদ: বড় নির্দেশ রুফ-টপ রেস্তোঁরা নিয়ে

পুজোর মরশুম মানেই পেটপুজোর মরশুম। আর তাতে আলাদা মাত্রা যোগ করে শহরের রুফ টপ রেস্তোঁরাগুলি (roof top restaurant)।...

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...