Monday, January 12, 2026

নিরাপত্তা বাড়ল পানিহাটির নিহত প্রাক্তন কাউন্সিলরের স্ত্রী মীনাক্ষী দত্তর

Date:

Share post:

পানিহাটির নিহত প্রাক্তন কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী বর্তমান কাউন্সিলর মীনাক্ষী দত্ত নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছিলেন। দাবি জানানোর চব্বিশ ঘণ্টা পর বুধবারই তাঁর নিরাপত্তার জন্য আরও একজন পুলিশকর্মী নিয়োগ করার কথা জানানো হল বারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। একইসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়াত কাউন্সিলরের স্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করেন বলেও জানা গিয়েছে।বুধবার পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেছেন তিনি। পুলিশের তরফে তাঁর নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

পানিহাটি আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্তের মৃত্যু হয় মাস কয়েক আগে। সম্প্রতি সেই খুনের মামলায় জামিন পান বাপি পণ্ডিত। এরপর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি স্ত্রী মীনাক্ষী। সে ব্যাপারে এ দিন তিনি কথা বলেছেন পুলিশ কমিশনারের সঙ্গে। পাশাপাশি জামিনের বিরোধিতা করা প্রসঙ্গেও কমিশনারের সঙ্গে কথা বলেছেন তিনি। তাঁর দাবি, স্বামীর হত্যার বিচার চান তিনি। জামিনের বিরোধিতা করে তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছেন কি না, সেই প্রশ্নের উত্তরে মীনাক্ষী জানান, কমিশনার যে ভাবে বলবেন, সে ভাবেই তাঁরা এগোবেন।

গত সোমবার বাপি জামিন পাওয়ার পর রাতে আগরপাড়া, তেঁতুলতলা জুড়ে বিটি রোড অবরোধ করেন এলাকার বাসিন্দারা। অভিযুক্তের জামিনে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। অনুপম দত্তের বৃদ্ধা মাও এই খবর পেয়ে শয্যাশায়ী হয়ে পড়েন।এ দিন বারাকপুরের পুলিশ কমিশনার জানান, মীনাক্ষী দত্তের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...