Tuesday, November 11, 2025

দক্ষিণের জেলাগুলিতেও ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে শোভাযাত্রা

Date:

Share post:

বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কোর (UNESCO) হেরিটেজ তকমা দেওয়ায় কলকাতার (Kolkata) পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নির্দেশ মতো রাজ্যের প্রতিটি জেলায় বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা হল। বাংলার উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় রঙিন মিছিল।

বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর জেলা প্রশাসনের উদ্যোগে পদযাত্রা শুরু ও শেষ হয় মধ্যমগ্রাম চৌমাথার সুভাষ ময়দানে। ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রথীন ঘোষ, পার্থ ভৌমিক, জেলাশাসক শ্রী শরদকুমার দ্বিবেদী, পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় ও জে বি থমাস, সব্যসাচী দত্ত, বিধায়ক বীণা মণ্ডল ও নারায়ণ গোস্বামী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ-সহ জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকরা।

হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও অপরূপা পোদ্দার, পুলিশ কমিশনার অমিত পি জাভালগী, তৃণমূলের রাজ্য কমিটির সদস্য দিলীপ যাদব-সহ বিশিষ্টজনেরা।

বহরমপুরে মুর্শিদাবাদ জেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় হাঁটলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার সবরী রাজকুমার, মন্ত্রী সুব্রত সাহা, আখরুজ্জামান, বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সাওনি সিংহ রায় প্রমুখ।

বাঁকুড়ায় মহামিছিলে পুজো উদ্যোক্তা, প্রতিমাশিল্পী ও পড়ুয়ারা পা মেলান। ছৌ, রণপা, ঝুমুর, আদিবাসী নৃত্য-সহ মিছিল লালবাজার হিন্দু স্কুল ময়দান থেকে ইন্দারাগোড়া, রানিগঞ্জ মোড়, চকবাজার হয়ে মাচানতলা পরিক্রমা করে।

ডায়মন্ড হারবারের এসডিও গ্রাউন্ড থেকে শুরু হওয়া শোভাযাত্রায় ছিলেন মন্ত্রী বঙ্কিম হাজরা, দিলীপ মণ্ডল, জেলাশাসক সুমিত গুপ্তা, পুলিশ সুপার, বিধায়ক-সহ জনপ্রতিনিধি, পুজো সংগঠক, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

রামপুরহাটের শোভাযাত্রায় ঢাক-ঢোল, ভাদু, রণপা নৃত্য-সহ ইউনেস্কোর তকমাখচিত ব্যানার নিয়ে শহর ঘোরেন পুজো কমিটির সদস্যদর সঙ্গে বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, ত্রিদিব ভট্টাচার্য, অমিত চক্রবর্তী প্রমুখ। সিউড়ির শোভাযাত্রায় ছিলেন জেলাশাসক বিধান রায়, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী প্রমুখ। পুরুলিয়ায় ভিক্টোরিয়া স্কুল ময়দান থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে শোভাযাত্রা শেষ হয় রথতলায়।

আরও পড়ুন:তিস্তা সেতালবাদ মামলা: গুজরাট সরকারকে গুচ্ছ প্রশ্ন সুপ্রিম কোর্টের 

 

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...