Monday, January 12, 2026

হৃদয় থেকে মমতার নাম মোছা যাবে না: ফিরহাদ, মহালয়ার আগেই রাস্তা সারানোর ঘোষণা

Date:

Share post:

আমরা গান্ধীবাদী দল, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee) সারাজীবন মার খেয়ে বড় হয়েছেন। মমতার উপর সিপিআইএম (CPIM) অকথ্য অত্যাচার চালিয়েছে। মাথা ফাটানো থেকে শুরু করে সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে তাঁর। মমতা বেঁচে আছেন ভগবানের দয়ায়। শনিবার টক টু মেয়র (Talk to Mayor) অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের। তবে এদিন তাঁর বক্তব্যের শুরু থেকেই বিজেপিকে আক্রমণ করেন মেয়র। তিনি বারবার জানান, রাজশক্তি থেকে জনশক্তির ক্ষমতা অনেক বেশি। পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সিকে (central Agency) কাজে লাগিয়ে বিরোধীদের হেনস্থা করা হচ্ছে বলেও এদিন অভিযোগ করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। ফিরহাদ বলেন, অত্যাচারীদের পাশে মানুষ থাকেন না, থাকেন অত্যাচারিতদের পাশে। জনশক্তিই (People Power) শেষ কথা বলে।

এরপরই সাংবাদিকদের উদ্দেশ্যে ফিরহাদ বলেন, আমাদের আরও মার খেতে হবে, আরও লাঞ্ছিত হতে হবে বিজেপির কাছে। তবেই ধর্মনিরপেক্ষ (Secular), প্রগতিশীল (Progressive) ভারত তৈরি হবে। পাশাপাশি মেয়র জানান, বিজেপির সমস্ত কুৎসার জবাব মানুষের দরবারে অবশ্যই দেবে। ভারতে জনপ্রিয়দের তালিকার শীর্ষে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর নামে কুৎসা বা ব্যঙ্গ করলে মানুষের হৃদয় জয় করতে পারবেন না। মানুষের হৃদয়ে মুখ্যমন্ত্রীর নাম লেখা আছে, হাজার কুৎসা করলেও সেই নাম মোছা যাবে না।

ফিরহাদ এদিন বিজেপিকে আক্রমণ করে আরও বলেন, বিজেপি সরকার ভাঙার রাষ্ট্র তৈরি করেছে। বিধায়কদের ভয় দেখিয়ে, সরকার ভেঙে দিয়ে লাভের লাভ কিছু হয় না। এসব করে মানুষের সমর্থন পাওয়া যায় না। এরপর মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশের মতো রাজ্যে বিজেপির চক্রান্ত করে সরকার ভাঙার ঘটনার তীব্র নিন্দা করেন ফিরহাদ।

এছাড়াও এদিন কলকাতা পুরসভার মেয়র সাফ জানান, কলকাতার উত্তর ও দক্ষিণ প্রান্তের জন্য দু’টি পৃথক দল তৈরি করা হচ্ছে। ভাঙা বা বেহাল রাস্তার অভিযোগ পেলেই দলের অধীনে থাকা পট হোল রিপেয়ারিং ভ্যান (Pot Hole Repairing Van) সঙ্গে সঙ্গে রাস্তা সারাইয়ের (Road Repairing) বন্দোবস্ত করবে। এদিনের অনুষ্ঠানের পর ফিরহাদ জানান, আগেই একটি হোয়াটস্যাপ নম্বর (Whats App) চালু হয়েছিল। সেই নম্বরে যে কেউ ছবি তুলে ঠিকানা দিয়ে পাঠালেই, পুর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দলকে খবর দিয়ে রাস্তা ঠিক করতে পাঠিয়ে দেবে। নম্বরটি হল- ৮৩৩৫৯৯৯১১১। মেয়রের দাবি, মহালয়ার (Mahalaya) আগেই শহরের সব বেহাল রাস্তা সারাইয়ের কাজ শেষ হয়ে যাবে।

spot_img

Related articles

সোফিয়ার সঙ্গে বাগদান সারলেন ধাওয়ান, জানুন পাত্রী পরিচয়

জল্পনায় সিলমোহর। আইরিশ প্রেমিকা সোফিয়া সাইনের(Sophie Shine) সঙ্গে বাগদান পর্ব সেরে ফেললেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)।  ইনস্টাগ্রামে পোস্ট করে...

সম্প্রীতির চিরন্তন পথপ্রদর্শক; স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে সিমলা স্ট্রিটে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

প্রতিবছরের মতো এবছরও স্বামী বিবেকানন্দের জন্মদিবসে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেনা গানেই বাবাকে শেষ ডাক আরিয়ার! বাগডোগরায় চোখের জলে বিদায় প্রশান্তকে

সোমবার সকালে বাগডোগরা বিমানবন্দরের রানওয়ে তখন ভারী হয়ে আছে বিষণ্ণতায়। চার বছরের একরত্তি শিশু আরিয়া জানে না কী...

মনোজ আগরওয়ালের ব্যক্তিগত নম্বর ভাইরাল! আইনি পথে হাঁটছেন ‘বিরক্ত’ CEO

অপরিকল্পিত SIR-এ কাজের চাপ বাংলায় একের পর এক BLO-র মৃত্যু হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)...