Sunday, November 16, 2025

রেলে চাকরি দেওয়ার নামে ৫ লক্ষ টাকা প্রতারণা, অভিযুক্তকে গাছে বেঁধে বেদম মার স্থানীয়দের

Date:

Share post:

রেলে চাকরি (Rail Job) দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার (Fraud) অভিযোগ। অভিযুক্তকে গাছে বেঁধে বেদম মার স্থানীয়দের। পশ্চিম মেদিনীপুরের ডেবরার (Debra) ঘটনা। প্রায় সাড়ে ৩ ঘণ্টা অভিযুক্তকে (Accused) গাছে বেঁধে চলে আরম ধোলাই। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনরোষ থেকে তাঁকে উদ্ধার করে। অভিযুক্তের নাম দিলীপ পাত্র। অভিযুক্ত দিলীপ শাসক দল ঘনিষ্ঠ বলে অভিযোগ স্থানীয়দের।

আড়াই বছর আগে ডেবরা থানা এলাকার বাসিন্দা অরুণ হাঁসদার থেকে রেলে চাকরি পাইয়ে দেওয়ার নামে ৫ লক্ষ টাকা নিয়েছিলেন অভিযুক্ত দিলীপ। একমাসের জন্য রেলের একটি ওয়ার্কশপে (Rail Workshop) প্রশিক্ষণেও (Training) পাঠান হয় অরুণকে। কিন্তু প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরে আসতে হয় অরুণকে। মেলেনি কোনও চাকরি। এরপর গ্রামে ফেরার পর থেকেই টাকা ফেরত দেওয়ার জন্য দিলীপকে চাপ দিতে থাকেন অরুণ। একের পর এক দিন পেরলেও টাকা ফেরত দেননি দিলীপ। তবে শুধু অরুণই নন এলাকার একাধিক ব্যক্তিকে চাকরির লোভ দেখিয়ে মোটা অঙ্কের টাকা দিলীপ আত্মসাৎ (Assimilation) করে বলে অভিযোগ স্থানীয়দের। কিন্তু কারও চাকরি হয়নি। অভিযোগ, বারবার টাকা ফেরানোর কথা বললে তাতে কর্ণপাত করেননি শাসক দল ঘনিষ্ঠ ওই নেতা। আর সেই কারণেই শনিবার কোনও উপায় না পেয়ে এমন ব্যবস্থা নেন স্থানীয়রা।

শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ বালিচক গ্রামে অভিযুক্ত দিলীপের বাড়িতে হানা দেয় অরুণ ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য। দিলীপকে বাড়ি থেকে তুলে এনে এলাকার একটি মাঠের গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয়। বেলা ১টা অবধি সেখানেই বেঁধে রাখা হয়েছিল তাঁকে। পরে খবর পেয়ে ডেবরা থানার পুলিশ এসে দিলীপ পাত্রকে উদ্ধার করে। প্রথমে টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও পরে পুলিশের সামনে নিজের দোষ স্বীকার করে দিলীপ। পুলিশকে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ১ লক্ষ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।

ঘটনা প্রসঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি বিবেকানন্দ মুখোপাধ্যায় বলেন, আপাতত ব্লকের বাইরে আছি। একটা ঘটনা হয়েছে শুনেছি। পুলিশকে বলেছি, বিষয়টি খতিয়ে দেখার জন্য। আর্থিক লেনদেনের বিষয়টি প্রমাণিত হলে যথোপযুক্ত শাস্তির দাবি জানান তিনি।

আরও পড়ুন- রাজপথে জীবন্ত মা দুর্গা! পুজোর আগেই দুর্গার বেশে তাক লাগাল জয়স্মিতা

spot_img

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...