Friday, May 9, 2025

রেলে চাকরি দেওয়ার নামে ৫ লক্ষ টাকা প্রতারণা, অভিযুক্তকে গাছে বেঁধে বেদম মার স্থানীয়দের

Date:

Share post:

রেলে চাকরি (Rail Job) দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার (Fraud) অভিযোগ। অভিযুক্তকে গাছে বেঁধে বেদম মার স্থানীয়দের। পশ্চিম মেদিনীপুরের ডেবরার (Debra) ঘটনা। প্রায় সাড়ে ৩ ঘণ্টা অভিযুক্তকে (Accused) গাছে বেঁধে চলে আরম ধোলাই। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনরোষ থেকে তাঁকে উদ্ধার করে। অভিযুক্তের নাম দিলীপ পাত্র। অভিযুক্ত দিলীপ শাসক দল ঘনিষ্ঠ বলে অভিযোগ স্থানীয়দের।

আড়াই বছর আগে ডেবরা থানা এলাকার বাসিন্দা অরুণ হাঁসদার থেকে রেলে চাকরি পাইয়ে দেওয়ার নামে ৫ লক্ষ টাকা নিয়েছিলেন অভিযুক্ত দিলীপ। একমাসের জন্য রেলের একটি ওয়ার্কশপে (Rail Workshop) প্রশিক্ষণেও (Training) পাঠান হয় অরুণকে। কিন্তু প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরে আসতে হয় অরুণকে। মেলেনি কোনও চাকরি। এরপর গ্রামে ফেরার পর থেকেই টাকা ফেরত দেওয়ার জন্য দিলীপকে চাপ দিতে থাকেন অরুণ। একের পর এক দিন পেরলেও টাকা ফেরত দেননি দিলীপ। তবে শুধু অরুণই নন এলাকার একাধিক ব্যক্তিকে চাকরির লোভ দেখিয়ে মোটা অঙ্কের টাকা দিলীপ আত্মসাৎ (Assimilation) করে বলে অভিযোগ স্থানীয়দের। কিন্তু কারও চাকরি হয়নি। অভিযোগ, বারবার টাকা ফেরানোর কথা বললে তাতে কর্ণপাত করেননি শাসক দল ঘনিষ্ঠ ওই নেতা। আর সেই কারণেই শনিবার কোনও উপায় না পেয়ে এমন ব্যবস্থা নেন স্থানীয়রা।

শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ বালিচক গ্রামে অভিযুক্ত দিলীপের বাড়িতে হানা দেয় অরুণ ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য। দিলীপকে বাড়ি থেকে তুলে এনে এলাকার একটি মাঠের গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয়। বেলা ১টা অবধি সেখানেই বেঁধে রাখা হয়েছিল তাঁকে। পরে খবর পেয়ে ডেবরা থানার পুলিশ এসে দিলীপ পাত্রকে উদ্ধার করে। প্রথমে টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও পরে পুলিশের সামনে নিজের দোষ স্বীকার করে দিলীপ। পুলিশকে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ১ লক্ষ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।

ঘটনা প্রসঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি বিবেকানন্দ মুখোপাধ্যায় বলেন, আপাতত ব্লকের বাইরে আছি। একটা ঘটনা হয়েছে শুনেছি। পুলিশকে বলেছি, বিষয়টি খতিয়ে দেখার জন্য। আর্থিক লেনদেনের বিষয়টি প্রমাণিত হলে যথোপযুক্ত শাস্তির দাবি জানান তিনি।

আরও পড়ুন- রাজপথে জীবন্ত মা দুর্গা! পুজোর আগেই দুর্গার বেশে তাক লাগাল জয়স্মিতা

spot_img

Related articles

পোপ রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট: ঘোষণা ভাটিকান সিটির

ঘোষিত হল পরবর্তী পোপের নাম। ক্যাথলিক সম্প্রদায়ের নেতৃত্ব দেবেন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। তাঁর ক্যাথলিক নাম লিও দ্য ফোর্টিন।...

রাজ্যের স্কুলগুলিতে বাড়ল গরমের ছুটি! কতদিন পর্যন্ত? জানুন

রাজ্যের সরকারি ও সরকার–সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে গরমের ছুটি এক সপ্তাহেরও বেশি বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হল। পশ্চিমবঙ্গ স্কুল...

নয়া কৃতিত্ব! সাইকেলে এভারেস্টের অন্নপূর্ণা বেস ক্যাম্পে প্রথম বাঙালি মেয়ে

একজন করলেন বিশ্বরেকর্ড। অন্যজন স্থান করে নিলেন বিশ্বে তিন নম্বরে। বিশ্বের প্রথম কমবয়সী বাঙালি মহিলা তথা প্রথম ভারতীয়...

১৬৫তম রবীন্দ্রজয়ন্তী উদযাপন: রাজ্যজুড়ে শ্রদ্ধাঞ্জলি, জোড়াসাঁকো থেকে বিধানসভায় অনুষ্ঠান

শুক্রবার দেশ জুড়ে যথাযথ মর্যাদায় পালিত হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন। কবিগুরুর জন্মদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা...