Wednesday, December 24, 2025

গরু পাচারকাণ্ডে সিআইডির হাতে গ্রেফতার এনারুল ‘ঘনিষ্ঠ’ জেনারুল শেখ

Date:

Share post:

গরু পাচার কাণ্ডে মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে গ্রেফতার এনারুল ‘ঘনিষ্ঠ’ জেনারুল শেখ। ধৃতের বাড়ি থেকে শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করে সিআইডি। আজই তাঁকে আদালতে তোলা হতে পারে বলে খবর।

আরও পড়ুন:ঝাড়খণ্ড-যোগে সিআইডি-র জালে ব্যবসায়ী মহেন্দ্র, অসুস্থ বোধ করায় নিয়ে যাওয়া হয় এসএসকেএমে

সিআইডি-র দাবি, বেআইনিভাবে গরুপাচারে যুক্ত ছিলেন জঙ্গিপুরের এই ব্যবসায়ী।  সীমান্তে গরুপাচারের অভিযোগ উঠেছিল জেনারুলের বিরুদ্ধে। এরপরই তদন্তে নেমে সিআইডি জানতে পারে সরকারি খাতায় কোনও রকম হিসেব না দেখিয়েই ওই সীমান্ত বিএসএফ-এর একাংশের সহযোগিতায় ওই গরুগুলিকে পাচার করা হত।

সিআইডি-র অভিযোগ, ১৮০০ গরু কিনে, তার মধ্যে ১২০০ গরুকে মৃত বা নিখোঁজ দেখিয়ে সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পাচার করে দেওয়া হয়।  তবে কাদের মাধ্যমে গরুগুলিকে পাচার করা হত? সীমান্তে কে বা কারা এই পাচারের সঙ্গে যুক্ত থাকত? এর পেছনে কোনও প্রভাবশালীর হাত ছিল কিনা, তার তদন্ত করে দেখছে সিআইডি।

প্রসঙ্গত, গরু পাচারকাণ্ডে শনিবার আবদুল বারিক ঘনিষ্ঠ সঞ্জয় মালিককে সাত দিনের হেফাজতে নেয় সিআইডি। ২০১৯ সালে জলঙ্গি থানা এলাকায় গরু পাচারের ষড়যন্ত্রকারী হিসেবে তাঁর নামে একটি মামলা দায়ের হয়। সেই ঘটনায় এ দিন সকালে বসিরহাট জেলা পুলিশ তাঁকে মুর্শিদাবাদ আদালতে হাজির করে। এরপর তোলা হয় সিজিএম আদালতে। পরবর্তীতে গরু পাচারকাণ্ডে তদন্তের স্বার্থে সিআইডি তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানান। পরে সাতদিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন বিচারপতি সিজিএম অপর্ণা চৌধুরী।

spot_img

Related articles

বড়দিনের আগেই ইসরোর সাফল্য, বাহুবলীতে উৎক্ষেপণ ৬ হাজার কেজির কৃত্রিম উপগ্রহের

বড়দিনের আগের সকালে মহাকাশ গবেষণায় নয়া মাইলস্টোন ইসরোর(ISRO)। ভারতীয় রকেটেই মহাকাশে পাড়ি দিল বিশাল ওজনের মার্কিন কৃত্রিম উপগ্রহ। ...

দেব বনাম ইন্ডাস্ট্রি! অভিমানী পোস্ট ঘিরে তুমুল শোরগোল টলিপাড়ায়

সদা হাস্যময় মুখ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পলিটিকালি কারেক্ট উত্তর। কিন্তু বছর শেষের আগে সব অভিমান উগরে দিলেন অভিনেতা-প্রযোজক...

বড়দিনের কেকের সঙ্গে শীতের কামড়, ঘন কুয়াশায় ঢাকছে দক্ষিণবঙ্গ

বড়দিন আর নববর্ষে ঠান্ডার আমেজ থাকবে, এমনটাই রাজ্যবাসী মনে প্রাণে চায়। এবার তাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে চলেছে খোদ...

বৈভবের বিশ্বরেকর্ড, সাকিবুলের দ্রুততম শতরান, বিহারের একাধিক রেকর্ড

যুব এশিয়া কাপে ব্যাট হাতে খুব একটা ভালো খেলতে পারেননি, তবে বিজয় হাজারেতে (Vijay Hazare Trophy) ব্যাট হাতে...