Wednesday, August 27, 2025

সুপারস্টার সিঙ্গারে চ্যাম্পিয়ন বঙ্গ তনয়া অরুণিতার দলের মহম্মদ ফইজ, দ্বিতীয় হিমাচলের মণি

Date:

Share post:

সিজনের প্রথম থেকেই জেতার যোগ্য দাবিদার ছিলেন সে। কখনও অরিজিৎ সিং (Arijit Singh), কখনও নেহা কক্কর (Neha Kakkar) বা কখনও সোনু নিগমের (Sonu Nigam) গান গেয়ে বিচারকদের প্রশংসা কুড়িয়েছেন। গিটার হাতে শান্ত স্বভাবের বছর চোদ্দর ছোট্ট ছেলেটি সুরের জাদুতে মন জয় করে নিয়েছে দেশবাসীর। আর প্রত্যাশামতোই সুপারস্টার সিঙ্গার সিজন-২ (Superstar Singer Season 2) এর বিজেতা হলেন যোধপুর নিবাসী মহম্মদ ফইজ (Mohammad Faiz)। ইন্ডিয়ান আইডল (Indian idol) ১৪-র রানার আপ (Runner Up) অরুণিতা কাঞ্জিলালের (Arunita Kanjilal) গ্রুপের সদস্য ছিলেন তিনি। বিজয়ী ফইজের হাতে ট্রফির পাশাপাশি তুলে দেওয়া হল ১৫ লক্ষ টাকার চেক। এছাড়াও ফাইনালে পৌঁছন বাংলার ছেলে প্রাঞ্জল বিশ্বাস সহ আরও বেশ কয়েকজন প্রতিযোগী। তবে সবাইকে পিছনে ফেলে শ্রেষ্ঠত্বের শিরোপা নিজের দখলে রাখলেন নবম শ্রেণীর ছাত্র মহম্মদ ফইজ।

দ্বিতীয় স্থান পেয়েছেন সলমন আলির দলের মণি। প্রথম রানার আপ হওয়ায় মণির হাতে তুলে দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা। সুপারস্টার সিঙ্গার সিজন-২ জেতার পর সংবাদমাধ্যমকে ফইজ জানান, আমার সাফল্যে বাড়ির সবাই খুব খুশি। বিজেতা হিসেবে আমার নাম ঘোষণার পর সবাই আনন্দে কেঁদে ফেলেন। আমার নাম ঘোষণা হওয়ার পর মামা আমাকে কোলে করে স্টেজে নিয়ে আসে। বাবা কাজের জন্য বাইরে থাকে, ফোনে কথা হয়েছে। আমার এটাই ভালো লাগছে যে আমি ওদের গর্বিত করতে পেরেছি।

তবে ফইজের সাফল্যের পিছনে মেন্টর তথা বঙ্গ তনয়া অরুণিতা কাঞ্জিলালের ভূমিকাও যথেষ্ট প্রশংসার দাবিদার। তাঁর টিমের সদস্যের এমন সাফল্যের পর বনগাঁ নিবাসী অরুনিমা জানান, সুপারস্টার সিঙ্গার সিজন-২ আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি সারাজীবন এই সফরকে মনে রাখব। শুধু তাই নয় আমি গর্বিত যে আমি এমন প্রতিভাবান শিল্পীদের গাইড করতে পেরেছি। আমিও তাঁদের থেকে অনেক কিছু শিখেছি। ফইজের মাথায় সেরার মুকুট ওঠায় আমি অত্যন্ত খুশি। এটা আমাদের দুজনেরই জয়। আমি সমস্ত প্রতিযোগীদের উজ্জ্বল ভবিষ্যৎ, ভাগ্য এবং সমৃদ্ধি কামনা করি।

 

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...