Thursday, December 18, 2025

বাকস্বাধীনতা নিয়ে মোদি সরকারকে কটাক্ষ শ্রীকৃষ্ণার, পাল্টা আক্রমণ রিজিজুর

Date:

Share post:

দেশে বাকস্বাধীনতার না থাকা নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে এবার কাঠগড়ায় তুলেছেন শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি বিএন শ্রীকৃষ্ণা (B N Krishna)। এক সাক্ষাৎকারে দেশের পরিস্থিতি ও বাকস্বাধীনতা নিয়ে মন্তব্য করেন তিনি। সেই মন্তব্যের পাল্টা তাঁকে আক্রমণ করেন কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju)। তাঁর কথায়, “এই ধরনের মানুষ সবসময় স্বাধীন ভাবেই নিজেদের মত প্রকাশ করেন। জনতার দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রীর নিন্দাও করেন। অথচ এখন তাঁরা বাকস্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছেন!”

সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ঠিক কী বলেছিলেন বিএন শ্রীকৃষ্ণা?
তিনি বলেন, “বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ। আমি যদি আজ সবার সামনে দাঁড়িয়ে বলি প্রধানমন্ত্রীকে আমার ভাল লাগে না, পরদিনই আমার বাড়িতে তল্লাশি চালানো হবে। কোনও কারণ ছাড়াই হয়তো জেলে পাঠিয়ে দেওয়া হবে আমাকে। দেশের নাগরিক হিসাবে এই পরিস্থিতি নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন। সবাই মিলে এর বিরোধিতা করা উচিত”।

পাল্টা জবাব দিতে গিয়ে ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) আমলের জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে আনেন কেন্দ্রীয় মন্ত্রী। কিরেণ রিজিজিু বলেন, এই ধরনের ব্যক্তিত্বরা কংগ্রেসের তৈরি করা জরুরি অবস্থা সম্পর্কে একটা কথাও বলেন না। কিছু আঞ্চলিক দলের মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে মুখ খুলতেও তাঁদের ভয় করে।”

সরকারি কর্মচারিরার নিজেদের বক্তব্য তুলে ধরতে পারেন কি না তা নিয়ে একটি বিতর্কের আওতায় এই বক্তব্য রাখেন ওই প্রাক্তন বিচারপতি। সেখানে তিনি বলেন, “যদি ভদ্রভাবে কেউ সরকারের সমালোচনা করে, তাহলে তার চাকরি নিয়ে কোনও জটিলতা তৈরি হওয়া উচিত নয়। কিন্তু দেশের সরকার যেভাবে সমালোচনার জবাব দেয় ,সেটা সত্যিই খুব চিন্তার বিষয়।” সাক্ষাৎকারটির ওই অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter) রিজিজু অবশ্য লেখেন, “সুপ্রিম কোর্টের কোনও প্রাক্তন বিচারপতি সত্যিই একথা বলেছেন কি না তা জানি না। এটা যদি সত্যি হয়, তাহলে সারাজীবন যে প্রতিষ্ঠানে কাজ করেছেন, তাকেই ছোট করছেন।”

কেন্দ্রের বিজেপি সরকারের অসহিষ্ণুতা, বিরোধীদের কণ্ঠ রোধ করার অভিযোগ বহুদিনের। বিরোধী দলগুলি এই অভিযোগ বারবার করে আসছে। এবার সেই সেই কথার সঙ্গে সহমত প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তাতেই চটেছেন বিজেপি নেতৃত্ব।।

 

spot_img

Related articles

বাংলা সব ধর্মকে সম্মান করে: ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন মঞ্চে বার্তা মুখ্যমন্ত্রীর, দিলেন ভালো থাকার টিপস্

বাংলা সব ধর্মকে সম্মান করে। তবু কেউ কেউ রাজ্যকে বদনাম করার চেষ্টা করেন। বৃহস্পতিবার কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন...

২০১৬-র SSC-র গ্রুপ সি-ডির যোগ্য তালিকা প্রকাশে হাই কোর্টের রায় কেপ্ট ইন অ্যাবায়েন্সের নির্দেশ সুপ্রিম কোর্টের

স্কুল সার্ভিস কমিশন(এসএসসি)-র ২০১৬ নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি ও গ্রুপ ডি-র যোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করার জন্য যে...

দলে একঝাঁক তারকা, আসন্ন আইপিএলে নাইটদের নেতা বদল!

মিনি নিলামে(IPL Mini Auction) খাতায় কলমে শক্তিশালী দল গঠন করেছে কেকেআর(KKR)। অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিংরা ছিলেন সঙ্গে ক্যামেরন...

মনরেগার পরিবর্তে ‘জিরামজি’ বিল পাশ লোকসভায়! উত্তাল লোকসভা

বিরোধীদের প্রবল আপত্তি ও বিক্ষোভ সত্ত্বেও লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে MGNREGA-র নাম বদল বিল লোকসভায় পাশ করাল মোদি সরকার।...