Wednesday, May 7, 2025

১৫ বছরের পুরনো গাড়ি বাতিল কেন? পরিবেশ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে

Date:

Share post:

জাতীয় পরিবেশ আদালত কলকাতা, হাওড়া, সহ গোটা  রাজ্যে ১৫ বছরের পুরনো সমস্ত গাড়ি বাতিলের নির্দেশ দিয়েছিল। আগামী ৬ মাসের মধ্যে তা বাতিল করতে হবে বলে জানিয়েছিল পরিবেশ আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাকারীদের আবেদন, ব্যক্তিগত মালিকানার ক্ষেত্রে নির্দেশ পরিবর্তন করুক জাতীয় পরিবেশ আদালত। এই জনস্বার্থ মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।

মামলাকারীদের বক্তব্য, ১৫ বছরের পুরনো গাড়ি বাতিল করতে গেলে রাজ্যে প্রায় কয়েক লক্ষ গাড়ি বাতিল হতে পারে। পরিবেশ আদালতের এই নির্দেশ গোটা রাজ্যের জন্য কার্যকর হতে পারে না। তাই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মৈনাক গঙ্গোপাধ্যায় এবং অরুণাভ ঘোষ নামে দুই ব্যক্তি।

মামলকারীদের আরও বক্তব্য, গত ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় সড়ক এবং পরিবহণ মন্ত্রক জানিয়েছিল, ১৫ বছরের পুরনো কোনও গাড়ি হলে সেক্ষেত্রে অতিরিক্ত পরিবেশ কর দিতে হবে। মামলাকারীদের বক্তব্য, সেক্ষেত্রে অতিরিক্ত পরিবেশ কর দিলেও সমস্যা নেই। কিন্তু গাড়ি বাতিল করে দিলে সমস্যায় পড়বেন বহু মানুষ। তাদের যুক্তি, কলকাতা এবং রাজ্যের অন্যান্য জায়গায় দূষণ সমান নয়। কলকাতা বা হাওড়াতে যেমন বেশি দূষণ হয় তেমনি দার্জিলিং বা পুরুলিয়াতে দূষণ অনেক কম। তাছাড়া সমস্ত এলাকায় গাড়ির ব্যবহারও সমান নয়। আবার বেশ কিছু জায়গায় গাড়ির ব্যবহারের প্রয়োজন হয়। ফলে পরিবেশ আদালতের নির্দেশ কার্যকর হলে কয়েক লক্ষ গাড়ি অকেজো হয়ে পড়বে। তাই অবিলম্বে জাতীয় পরিবেশ আদালতের এই নির্দেশ পরিবর্তন করা প্রয়োজন ।

spot_img

Related articles

উচ্চ মাধ্যমিকে হুগলির দুর্দান্ত দাপট, মেধা তালিকায় ১৪ জন পড়ুয়া

৭ মে, বুধবার প্রকাশিত হল ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মাত্র ৫০ দিনের মধ্যে ফল প্রকাশ করল...

সিঁদুরে মেঘ দেখে প্রলাপ শাহবাজের! রাফাল-সহ ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি

পহেলগাঁওতে জঙ্গিহানার প্রত্যাঘাত অপারেশন সিন্দুর। তারপরই দিশেহারা পাকিস্তান সরকার শুরু করেছে প্রলাপ ও প্ররোচনা। পাক অধিকৃত কাশ্মীর ও...

মঙ্গলের পরে বুধেই উল্টো সুর! SLST মামলায় আবার স্থগিতাদেশ হাই কোর্টের

এসএলএসটি-র সুপার নিউমেরারি পদে (super numerary post) নিয়োগে হাই কোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগে বাধা নেই,...

উচ্চমাধ্যমিকে যুগ্ম নবম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যমজ দুই ভাই 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকায় নজরকাড়া সাফল্য এনে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ...