Thursday, August 28, 2025

ভারতের বাজারে আরও ১২ টি পণ্যের প্রবেশাধিকার চায় বাংলাদেশ

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

বাংলাদেশ ১২টি নতুন পণ্য ভারতের বাজারে প্রবেশাধিকার চায় বলে জানিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি জসিমউদ্দিন। প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে আছেন।  বুধবার ভারতের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এই ইচ্ছাপ্রকাশ করেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

জসিমউদ্দিন জানান, ১২টি নতুন পণ্য ভারতের বাজারে দিতে চান বাংলাদেশের ব্যবসায়ীরা। অন্যদিকে বাংলাদেশের সিরামিকস, পাটসহ বিভিন্ন পণ্য আমদানিতে আগ্রহ দেখিয়েছেন ভারতের ব্যবসায়ীরা।তিনি জানান, বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে ভারতের ব্যবসায়ীরা আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু তারা কয়েকটি প্রতিবন্ধকতার কথা বলেছেন।

এফবিসিসিআই সভাপতি আরও জানান, বিনিয়োগ সহজ করতে ভারতীয় ব্যবসায়ীরা ভিসা জটিলতা দূর করার কথা বলেছেন। অন্যদিকে ভারতের বাজারে বিনিয়োগের ক্ষেত্রে নীতি সংশোধন চেয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। নয়াদিল্লিতে দুই দেশের ব্যবসায়ীরা বৈঠকে বসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

এর আগে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ৯টি রাজ্যের উন্নয়নমন্ত্রী কিষাণ রেড্ডির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সফরের তৃতীয় দিনের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে তিনি যোগ দেন বাংলাদেশ ও ভারতের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের ব্যবসায়ীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের আহ্বান জানান।তিনি বলেন, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে তার সরকারের পক্ষ থেকে সব নীতিগত সুবিধা দেওয়া হবে।
বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে ভারতীয় ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর কাছে কয়েকটি প্রতিবন্ধকতার কথা জানান।তারা আমলাতান্ত্রিক জটিলতা, লাল ফিতার দৌরাত্ম্য, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা, বন্দররে সমস্যা দূর করার আহ্বান জানান।

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...