Sunday, November 16, 2025

বিজেপির এজেন্সি চাই না, চাকরি চাই: স্লোগানের সুর বেধে বিধায়ক-কাউন্সিলরদের সতর্কবার্তা মমতার

Date:

Share post:

কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলকে ভয় দেখাতে চাইছে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার-এই অভিযোগ ফের বৃহস্পতিবার তৃণমূলের সাংগঠনিক অধিবেশন থেকে তোপ দাগলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerajee)। বিজেপির এজেন্সি চাই না, চাকরি চাই- তৃণমূলের স্লোগান বেঁধে দিলেন তিনি। বলেন, “বিশ্বকর্মা পুজো বাদ রেখে আপাতত এটাই চলবে। বিজেপি আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না। যতই সিবিআই, ইডি কাঁচির চেষ্টা করো, কিছু হবে না। আমরা ঘাস- যত কাটবে, আমরা ততই বাড়ব। আমরা শক্তিশালী হব।” মমতার কথায়, বিজেপি দেশ বেচে দিচ্ছে। ব্যাঙ্কও বেচে দেবে। দেশে বেকারত্বের হার বিজেপি জমানায় ৪০ শতাংশ বেড়েছে। অথচ সেদিকে নজর না দিয়ে কেন্দ্রীয় সরকার বিরোধীদের কোণঠাসা করতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, কেন্দ্রীয় এজেন্সির হাতে কোনও তথ্য নেই। দেখা যাবে, এরা কিছুই পেল নাা। কিন্তু তৃণমূলকে বদনাম করা চেষ্টা চালাচ্ছে। এই কারণে, দলের নেতৃত্বকে সতর্ক থাকার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “কোনও মন্ত্রী-বিধায়ক নিজের লেটারহেডে চাকরির রিকোয়েস্ট করে চিঠি দেবেন না। ফেসটাইমে কথা কম বলুন। হোয়াটসঅ্যাপ তুলে নিচ্ছে। জেলায় জেলায় আইবি’র লোকেরা বিজেপির হয়ে কাজ করছে।” তাঁর মতে, সব জায়গায় তৃণমূলকে বদনাম করার জন্য কেন্দ্রীয় এজেন্সি ওত পেতে আছে। বিরোধীদের বিরুদ্ধে প্রবল আক্রমণ করে মমতা বলেন, “তৃণমূলের ৯৯.৯ শতাংশ সৎ। একজন-দু’জন হয়তো খারাপ আছে, তারজন্য পুরো দলটাকেই চোর বলবে!”

তবে, একই সঙ্গে নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে বিধায়কদের সতর্ক করার পাশাপাশি কাউন্সিলরদের বার্তা দেন মমতা। তৃণমূল সুপ্রিমো বলেন, “কাউন্সিলররা মেয়রদের সঙ্গে যোগাযোগ রেখে চলবেন। কিছু কাউন্সিলর নিয়েও অভিযোগ পাচ্ছি। জলাভূমি ভরাটের অভিযোগ এসেছে। যদি কোনও কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ আসে, তাঁকে সতর্ক করা হবে। না শুনলে নাম কোনোদিন সকালে উঠে দেখবেন, নাম ঘ্যাচাং ফুঁ।”

spot_img

Related articles

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...