Thursday, August 28, 2025

পুলিশের উপর হামলায় ধৃত বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, জখম ACP-কে SSKM-এ দেখতে যাবেন অভিষেক

Date:

Share post:

মঙ্গলবার বিজেপির নবান্ন (Nabanna)অভিযানের নামে কার্যত হিংসা ও অশান্তির পথ বেছে নিয়েছিল। গোয়েন্দা রিপোর্টে যেমনটা আশঙ্কা করা হয়েছিল, তেমনটাই ঘটেছে। বাইরে থেকে দুষ্কৃতী ভাড়া করে এনে গুন্ডাগিরি, মার-দাঙ্গা, বোমাবাজি, অগ্নিসংযোগ কিছুই বাদ ছিল না। যদিও পুলিশ-প্রশাসন কোনওরকম প্ররোচনায় পা না দিয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে সফল হয়েছে।

নবান্ন অভিযানে মারমুখী বিজেপি (BJP)গুন্ডাদের আক্রমণে গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী ও আধিকারিক। তাঁদের মধ্যে রয়েছেন মধ্য কলকাতার অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি SSKM হাসপাতালে চিকিৎসাধীন। যেভাবে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা লাঠি-লাথি-ঘুষি দিয়ে মারতে মারতে তাড়া করে এবং তিনি রাস্তায় পড়ে গেলেও তাঁকে বেধড়ক মারধর করা হয়, সেই ছবি প্রকাশ্যে চলে আসায় রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে।

আজ, বুধবার অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে বিকেলে হাসপাতালে যেতে পারেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়( Abhishek Banerjee)। মঙ্গলবারই বিজেপির এই অভিযানের নিন্দা করে টুইট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। বিজেপিকে প্রত্যাখ্যানের ডাক দিয়েছিলেন।

এদিকে পুলিশকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট ও গাড়িতে আগুন লাগানোর ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। আজই তাঁদের আদালতে তোলা হবে। মধ‌্য কলকাতার অ‌্যাসিস্ট‌্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ‌্যায়, জোড়াবাগান থানার অতিরিক্ত ওসি সরফরাজ আহমেদ। মহাত্মা গান্ধী রোড ও সেন্ট্রাল অ‌্যাভিনিউয়ে দু’জনকে ঘিরে ধরে লাঠি ও বাঁশ দিয়ে গণধোলাই দেওয়া হয় বলে অভিযোগ। মহাত্মা গান্ধী রোড ও রবীন্দ্র সরণির সংযোগস্থলের কাছে কলকাতা পুলিশের পিসিআর গাড়িতে প্রথমে ভাঙচুর করে জনা বারো বিজেপি কর্মী। আতঙ্কে পুলিশকর্মীরা দূরে সরে গেলে গাড়িতে আগুন লাগায় তিনজন। সেন্ট্রাল অ‌্যাভিনিউয়ে একটি পুলিশের কিয়স্কও ভাঙচুর করা হয়। রাতেই সিসিটিভি ও ভিডিও ফুটেজ দেখে বেলেঘাটা ও শিয়ালদহ স্টেশন থেকে ৪ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

 

spot_img

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...