Friday, August 22, 2025

গোয়ায় কংগ্রেস শিবিরে ভাঙন, হাত ছেড়ে পদ্মে ৮ বিধায়ক

Date:

Share post:

কাজে এলো না কংগ্রেস হাইকমান্ড সোনিয়া গান্ধির বার্তা। গোয়ায় (Goa) হাত ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিলেন ৮ বিধায়ক। বুধবার, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant) ও গোয়ার স্পিকারের সঙ্গে বৈঠকের পরে বিজেপিতে (BJP) যোগ দিলেন তাঁরা।

মাস দুয়েক আগেও কংগ্রেস (Congress) বিধায়কদের শিবির বদলের সম্ভাবনা দেখা দিয়েছিল। জল্পনা ছিল, আট কংগ্রেস বিধায়ককে (MLA) দলে যোগদান করানোর চেষ্টা করছে বিজেপি। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বিশেষ দূত পাঠিয়ে বিক্ষুব্ধ বিধায়কদের সঙ্গে কথা বলেন। সাময়িকভাবে দলবদলে ইতি টানেন গোয়ার কং বিধায়করা। কিন্তু দলের রাশ আলগা হলে কী হয়, তার প্রমাণ পদে পদ মিলছে শতাব্দী প্রাচীন দলের ক্ষেত্রে। রাহুল গান্ধীর উদ্যোগে কংগ্রেস ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) সেই সময়ই দল ছেড়ে বিজেপিতে গেলে কংগ্রেসের ৮ বিধায়ক। গোয়া বিধানসভায় ৪০ আসনের মধ্যে ২০টি বিজেপির দখলে। কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১১জন। এই পরিস্থিতিতে ৮ জন বিধায়ক বিজেপিতে চলে যাওয়া কংগ্রেসের পক্ষে চাপের।

দুমাস আগে সোনিয়ার দূতের সঙ্গে বৈঠকের পরে গোয়ার বিক্ষুব্ধ নেতা মাইকেল লোবো আশ্বাস দিয়েছিলেন কংগ্রেস ছাড়ার কথা ভাবছেন না তিনি। কিন্তু এরপরেই সুর বদল। সস্ত্রীক বিজেপিতে যোগ দিয়েছেন লোবা।

রাজনৈতিক মহলের মতে, ফের ঘোড়া কেনাবেচায় নেমেছে গেরুয়া শিবির। গণতান্ত্রিকভাবে নয়, টাকা ছড়িয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ভাঙতে চাইছে বিজেপি।

spot_img

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...