Tuesday, November 11, 2025

নিজাম প্যালেসে পার্থ- কল্যাণময়ের স্বাস্থ্যপরীক্ষা, শারীরিক অবস্থা স্বাভাবিক

Date:

Share post:

এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পর এখন সিবিআই (CBI) হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একই মামলায় গ্রেফতার হয়ে নিজাম প্যালেসেই রয়েছেন প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসি প্রাক্তন চেয়ারম্যান এসপি সিনহা। রবিবার নিজাম প্যালেসে এসে এই তিনজনেরই স্বাস্থ্যপরীক্ষা করেছেন চিকিৎসকরা। চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, আপাতত তিনজনের শারীরিক অবস্থা স্বাভাবিকই আছে।।

যদিও তাঁদের নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা প্রয়োজন।এতদিন জোকার ইএসআই হাসপাতালে সেই পরীক্ষা করা হয়েছিল। চিকিৎসকদের পরামর্শ মতো ৪৮ ঘণ্টা অন্তর পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও ধৃত বাকি দু’জনের স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। যদিও রবিবার তাঁদের ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। কেন্দ্রীয় স্বাস্থ্য স্কিমে ২ চিকিৎসককে আনা হয় নিজাম প্যালেসে (Nizam Palace)। তাঁরাই তিনজনের স্বাস্থ্যপরীক্ষা করেন।

পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করে চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, সমস্ত প্যারামিটার প্রায় স্বাভাবিক। নিজাম প্যালেসের এসএসও বিল্ডিংয়ের দুই গেস্টরুমে রয়েছেন  ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং এসএসসি কর্তা কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শুক্রবার থেকে সিবিআই হেফাজতে রয়েছেন পার্থ।জানা গিয়েছে, শনিবার সকালে আইনজীবীর কাছে সিবিআইয়ের বিরুদ্ধে অনুযোগ জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই হেফাজতের প্রথম রাতেই ওষুধের অনিয়ম হয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী এমনই দাবি করেছেন।

তিনি আগেই জানিয়েছিলেন, সারাদিনে প্রচুর ওষুধ খেতে হয়। কিন্তু কখন কোন ওষুধ দিতে হবে, তা সিবিআইয়ের কাছে এখনও স্পষ্ট নয়। এদিকে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর চিকিৎসায় একটি বিশেষ মেশিন ব্যবহৃত হয়। যে সেই মেশিনটি প্রস্তুত করেন, তিনিও শুক্রবার অনুপস্থিত ছিলেন। ফলে বেকায়দায় পড়তে হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীকে, এমনই জানা গিয়েছে আইনজীবী সূত্রে।সেই কারণে আজ তড়িঘড়ি স্বাস্থ্যপরীক্ষা করা হল।এরপর তাঁরা কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও এসপি সিনহার স্বাস্থ্যপরীক্ষা করেন। তাঁদেরও শারীরিক অবস্থা মোটের উপর স্বাভাবিক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

spot_img

Related articles

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...

বেহালার মানুষের কাছে বিচার চাইবেন! পার্থ কি রাজনীতিতে ফিরতে চাইছেন?

দল বহিষ্কার করলেও রাজনীতিতে নামার ষোলো আনা ইচ্ছে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee)। মঙ্গলবার জেলমুক্তি পেয়ে ঘরে ফিরেছেন। দীর্ঘ...

গতি মানেই প্রগতি: স্বাস্থ্যসচিবকে দ্রুত নিয়োগের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

আদালতের জন্য আটকে ছিল নিয়োগ। এবার দ্রুত নিয়োগ করতে হবে। মঙ্গলবার, স্বাস্থ্য  ভবনে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে...