Sunday, January 11, 2026

অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার ৭টি দেশের মুদ্রা! ইডির চার্জশিট পার্থকে বলছে “প্রকৃত সুবিধাভোগী”

Date:

Share post:

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বিশেষ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই আদালতে চার্জশিট পেশ করেছে ইডি। সেখানে বিস্ফোরক সমস্ত তথ্যের কথা উল্লেখ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পার্থ বান্ধবীর দুটি ফ্ল্যাট থেকে বিপুল নগদ ও গয়নার পাশাপাশি যে বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছিল, সেই বিষয়টিরও বিস্তারিত উল্লেখ রয়েছে চার্জশিটে।

চার্জশিটে লম্বা তালিকা দিয়ে ইডির দাবি, অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সমস্ত বেনামি স্থাবর-অস্থাবর সম্পত্তির “প্রকৃত সুবিধাভোগী” পার্থ চট্টোপাধ্যায়।

চার্জশিটে অর্পিতার দক্ষিণ কলকাতার হরিদেবপুরের ফ্ল্যাট থেকে কত পরিমাণ এবং কোন কোন দেশের মুদ্রা পাওয়া গিয়েছে সেই তালিকায় উল্লেখ করা হয়েছে। ইডির দাবি, মোট ৭টি দেশের মুদ্রা পাওয়া গিয়েছে অর্পিতার ডায়মন্ড সিটি ফ্ল্যাট থেকে। নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং, বাংলাদেশ, সিঙ্গাপুর, আমেরিকার মুদ্রা উদ্ধার হয়েছে বলে দাবি করেছে ইডি।

প্রসঙ্গত, চার্জশিটে অর্পিতার দক্ষিণ কলকাতার ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা। বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নগদ ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। এ ছাড়াও দু’টি জায়গা থেকে উদ্ধার হওয়া গয়নার মূল্য ৭৬ লক্ষ ৯৭ হাজার ১০০ টাকা এবং ৪ কোটি ৩১ লক্ষ ৭৯ হাজার ৩০০ টাকা মূল্যের। ইডির দাবি, সব মিলিয়ে নগদ উদ্ধার ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা এবং ৫ কোটি ৮ লাখ টাকার গয়না। তবে বৈদেশিক মুদ্রার মূল্য চার্জশিটে উল্লেখ করেনি ইডি।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...