Saturday, August 23, 2025

Shantiniketan: দেহ নিয়ে রাজনীতি! স্থানীয়দের বিক্ষোভের মুখে লকেট

Date:

Share post:

মৃত্যু নিয়ে ফের রাজনীতি করার অভিযোগ ভারতীয় জনতা পার্টির (BJP) বিরুদ্ধে। শান্তিনিকেতন থানার (Shantineketan Police Station) মোলডাঙা পাড়া গ্রামে শিবমের বাড়িতে যেতে চেয়েছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। কিন্তু তার আগেই গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হল তাঁকে। ৫২ ঘণ্টার পর মঙ্গলবার প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে মিলেছিল ছোট্ট শিবমের দেহ। তারপরই ঘটনাস্থলে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। এরপর আজ সেখানে বিশৃঙ্খলা তৈরির চেষ্টার অভিযোগ উঠল বিজেপির (BJP)বিরুদ্ধে। কিন্তু মৃত্যু নিয়ে রাজনীতি করার সুযোগই পেলেন না বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তার আগেই গ্রামবাসীদের ক্ষোভে কার্যত পিছিয়ে আসতে হল তাঁকে।

গত রবিবার বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ হয়েছিল বছর পাঁচেকের শিবম ঠাকুর (Shivam Thakur)। পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ জানানোর পর থেকেই, চলে চিরুনি তল্লাশি, নামান হয় পুলিশ কুকুর। এরপর গতকাল অর্থাৎ মঙ্গলবার এক প্রতিবেশির বাড়ির ছাদ থেকে মেলে শিশুর দেহ। এরপর শিবমের মৃত্যু নিয়ে রাজনৈতিক চাপান-উতর তৈরি হয় রাজনৈতিক মহলে। বুধবার বিধানসভায় শিবমের মৃত্যু নিয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। সরাসরি CBI তদন্তের দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এরপরই রাজনীতি করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। আজ ঘটনাস্থল পরিদর্শনের জন্য সাংসদ লকেট চট্টোপাধ্যায় সেখানে পৌঁছলে, স্থানীয়রা মোলডাঙা পাড়ায় ঢুকতেই দেন নি তাঁকে। এরপর গ্রামবাসীদের সঙ্গে বাদানুবাদ শুরু হলে পুলিশ সেখানে পৌঁছেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। উলটে পুলিশের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েন নেত্রী। শেষমেশ থানার সামনে বসে পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করেন লকেট। পরে পুলিশ সেই স্থান থেকে উঠিয়ে দেন সাংসদকে।

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...