Friday, August 22, 2025

কুড়মি সমাজের বিক্ষোভের জের! কর্মবিরতিতে সামিল SBSTC-র অস্থায়ী কর্মীরা

Date:

Share post:

দিন যত গড়াচ্ছে ততই প্রবল আকার নিচ্ছে কুড়মি সমাজের (Kurmi Samaj) আন্দোলন (Protest)। বিক্ষোভের জেরে আগেই স্তব্ধ হয়েছিল রেল পরিষেবা (Rail Service)। এবার সেই তালিকায় নতুন সংযোজিত হল বাসও (Bus Service)। কাজ না পাওয়ায় এবার আন্দোলনে সামিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের (SBSTC) অস্থায়ী কর্মীরা (Temporary Workers)। যার জেরে ডিপো থেকে বেরচ্ছে না একটিও বাস। ঘটনার জেরে চরম ভোগান্তির শিকার হতে হয় নিত্যযাত্রীদের। সমাধানসূত্র মেলেনি এখনও। কুড়মালি আন্দোলনের (Kurmali Movement) তৃতীয় দিনেও পশ্চিম মেদিনীপুর (West Midnapore) এবং পুরুলিয়ায় (Purulia) অচলাবস্থা অব্যাহত। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি এবং পুরুলিয়ার কুস্তাউর রেলস্টেশনে বৃহস্পতিবার জারি রয়েছে অবরোধ। পাশাপাশি খেমাশুলির কাছে জাতীয় সড়কেও অবরোধ চলছে। ঘটনার জেরে চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। এদিকে দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বৃহস্পতিবার। সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথও।

পুরুলিয়ার বেলগুমায় এসবিএসটিসি’র ডিপো রয়েছে। কলকাতা, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ৩০টি রুট রয়েছে। তবে ৩০টির মধ্যে এখন মাত্র ১২টি রুটে গাড়ি চলছে। এসবিএসটিসি’র অস্থায়ী কর্মীদের দাবি, তাঁরা ঠিকমতো কাজ পাচ্ছে না। সারা মাসে মেরেকেটে ১২ থেকে ১৪ দিন কাজ পাচ্ছেন। প্রতিদিন কাজ করলে তাঁরা ৫১৯ টাকা পান। আর তাতে তৈরি হচ্ছে চরম আর্থিক সমস্যা। কর্মীদের দাবি, তাঁদের মাসে অন্তত ২৬ দিন কাজ দিতে হবে। ৫১৯ টাকার বদলে ১০০০ টাকা রোজ দিতে হবে। এই দাবি জানিয়ে বৃহস্পতিবার সকাল থেকে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির (INTTUC) নেতৃত্বে কর্মবিরতিতে (Strike) সামিল হন এসবিএসটিসি’র অস্থায়ী গাড়িচালক এবং কন্ডাক্টররা।

এদিকে বৃহস্পতিবারও দক্ষিণ-পূর্ব রেলে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। এ নিয়ে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, তিন দিন আগে অবরোধ সব জায়গা থেকে উঠে গেলেও এখনও খড়গপুর-টাটানগর রুটের খেমাশুলিতে এবং পুরুলিয়ার চাণ্ডিল রুটের কুস্তাউরে অবরোধ রয়েছে। আমরা অবরোধকারীদের সঙ্গে কথা বলছি। যাত্রীদের সমস্যা হচ্ছে। ওই দু’টি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আশা রাখছি, দ্রুত সমস্যার সমাধান হবে।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...