Sunday, January 11, 2026

শুধু স্বাক্ষর করলেই ভাতা নয়, বৈঠকে যোগ দেওয়ার স্পষ্ট বার্তা স্পিকারের

Date:

Share post:

বিধানসভার বিশেষ অধিবেশন (Special Session of the Legislative Assembly) শেষ হল বৃহস্পতিবার। কিন্তু অধিবেশন শেষ মানেই যে বৈঠক বা কাজের শেষ নয় তা স্পষ্ট করে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। এদিন বিধানসভার অধিবেশন শেষ এর আগেই স্পিকার জানান শুধুমাত্র ভাতা পাওয়ার জন্য স্বাক্ষর করলে চলবে না। তাঁর নিশানায় শাসক এবং বিরোধী দুই দলেরই বিধায়করাই ছিলেন। স্পিকারের কথা সঠিক এমনটা জানিয়েছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee) ।

বিধানসভার অধিবেশন শেষ মানেই বৈঠক শেষ নয়। আগামী দিনে কাজকর্ম চলতে থাকবে এবং সেই মতো প্রতিটি বৈঠকে যোগদান করতে হবে বিধায়কদের এমন কথাই বৃহস্পতিবার জানিয়ে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করে বলেন কেবলমাত্র ভাত খাওয়ার জন্য বিধায়করা কমিটির বৈঠকে খাতায় সই করে দিয়ে চলে যান এটা কখনোই কাম্য নয়। জনগণ তাঁদের জয়ী করে বিধানসভায় পাঠিয়েছেন। অতএব তাঁদের দায়িত্ব সরকারের ঠিক ভুল যাচাই করে নেওয়া । উল্লেখ্য পশ্চিমবঙ্গ বিধানসভায় বিভিন্ন স্ট্যান্ডিং ও অ্যাসেম্বলি কমিটি রয়েছে। মোট কমিটির সংখ্যা ৪১। রাজ্যের ২৯৪ জন বিধায়ককে দুই থেকে তিনটি কমিটিতে রাখা হয়। সেই কমিটির বৈঠকে যোগ দিলে বিধায়করা ভাতা বাবদ অর্থ পান। স্পিকারের অভিযোগ শুধুমাত্র ভাতা পাওয়ার জন্য বৈঠকের খাতায় বিধায়করা স্বাক্ষর করেন ঠিকই, কিন্তু বৈঠকে উপস্থিত থাকেন না।পাশাপাশি বিধানসভা থেকে কোনও বিধায়কদের প্রতিনিধিদল রাজ্যের কোনও প্রান্তে পরিদর্শনে গেলেও বহু বিধায়ক সেই সফর এড়িয়ে যান। স্পিকারের এমন অভিযোগ মেনে নিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের মানুষের স্বার্থে অধিবেশনে যেমন নিয়মিত যোগদান করা উচিত, তেমনই কমিটির বৈঠকেও যোগ দিয়ে নিজেদের দায়িত্ব পালন করা উচিত। যদিও স্পিকারের মন্তব্যের পাল্টা সমালোচনার করেছে বিজেপি।

spot_img

Related articles

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...