Monday, January 12, 2026

চিনা বিদেশমন্ত্রীর মুখোমুখি জয়শঙ্কর, সন্ত্রাসবাদ দমনে কড়া বার্তা ভারতের

Date:

Share post:

চিনে লাগাতার উসকানিতে প্রচণ্ড ক্ষুব্ধ ভারত। তার আঁচ পাওয়া গিয়েছে সদ্য শেষ হওয়া এসসিও সামিটে (SCO Summit)। সম্প্রতি একই মঞ্চ শেয়ার করলেও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (XI Jinping) প্রতি শুধুমাত্র সৌজন্য দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠকের সম্ভাবনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। আর এমন আবহে ব্রিকস গোষ্ঠীর (Bricks Group) বিদেশমন্ত্রীদের বৈঠকে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে মঞ্চে দেখা গেল ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরকে (S Jaishankar)। শুক্রবার নিউ ইয়র্কে (New York) বৈঠকে বসেন ব্রিকস গোষ্ঠীর বিদেশমন্ত্রীরা। সেখানে রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর। উপস্থিত ছিলেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভও।

শুক্রবার বৈঠক শেষে যৌথ বিবৃতিতে সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেন সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীরা। এছাড়া, রাজনীতি, দ্বিপাক্ষিক সহযোগিতা-সহ একাধিক বিষয় উঠে আসে বৈঠকে। রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine) যুদ্ধ নিয়ে ব্রিকস বৈঠকে সদস্য দেশের প্রতিনিধিদের বক্তব্য, সদস্য দেশের বিদেশমন্ত্রীরা সমস্ত রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে সম্মান করার প্রশ্নে জোর দিয়েছেন।

এদিকে, ব্রিকস বৈঠকের আগে রাষ্ট্রসংঘে সন্ত্রাসবাদীদের আড়াল করার কারণে চিনকে একহাত নেন জয়শংকর। তিনি বলেন, ভয়ংকর সন্ত্রাসবাদীদের আড়াল করছে কয়েকটি দেশ। এদিন নিরাপত্তা পরিষদে ইউক্রেন ইস্যুতে দোষীদের শাস্তি এড়িয়ে যাওয়া প্রসঙ্গে জয়শংকর বলেন, বিশ্বের ভয়ানক জঙ্গিদের উপর নিষেধাজ্ঞা জারি করার ক্ষেত্রে এই কক্ষেই আমরা দেখেছি কীভাবে দোষীরা শাস্তি এড়িয়ে গিয়েছে। পাশাপাশি মুম্বই হামলার প্রসঙ্গও তুলে ধরেন জয়শঙ্কর।

আরও পড়ুন- SBSTC-র অস্থায়ী কর্মীদের ধর্মঘট জারি, পুজোর মুখে চূড়ান্ত নাকাল যাত্রীরা


 

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...