SBSTC-র অস্থায়ী কর্মীদের ধর্মঘট জারি, পুজোর মুখে চূড়ান্ত নাকাল যাত্রীরা

কুড়মি-আন্দোলন ওঠায় ট্রেন চলাচল স্বাভাবিক হলেও, দক্ষিণবঙ্গে বাস-ভোগান্তি (Bus Harrashment) অব্যাহত। এসবিএসটিসি-র কর্মী সংগঠনের ধর্মঘটের জেরে প্রায় ১ সপ্তাহ ধরে বিভিন্ন রুটে বাস চলাচল বিপর্যস্ত। INTTUC সমর্থিত SBSTC-র অস্থায়ী কর্মীদের কর্মবিরতি জারি। ফলে দক্ষিণবঙ্গ জুড়ে বিপর্যস্ত সরকারি বাস (Bus) পরিষেবা। চাপ বেড়েছে বেসরকারি বাসের উপর।

কলকাতা-সহ বিভিন্ন জেলা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী কর্মীদের বিক্ষোভ আন্দোলন চলছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও দেখা নেই সরকারি বাস। ধর্মতলায় এসবিএসটিসি-র ডিপো থেকে প্রায় ৭৫ শতাংশ বাসই চলছে না। সল্টলেকের করুণাময়ীতে সরকারি বাস ডিপোতেও একই ছবি। পুজোর মুখে চূড়ান্ত নাকাল যাত্রীরা। তবে দাবি না মেটা পর্যন্ত আন্দোলনে অনড় অস্থায়ী কর্মীরা।

আরও পড়ুন- নতুন টালা ব্রিজে শুরু যান চলাচল, আপাতত চলবে ছোট গাড়ি ও বাইক


Previous articleফেডেরার অবসরে চোখে জল নাদালের, মন কেড়েছে বিরাটের
Next articleচিনা বিদেশমন্ত্রীর মুখোমুখি জয়শঙ্কর, সন্ত্রাসবাদ দমনে কড়া বার্তা ভারতের