Saturday, November 29, 2025

সৌগতর আবেদনে সায় কেন্দ্রের, ৩ মাস বাড়লো বিনামূল্যে রেশনের মেয়াদ

Date:

Share post:

করোনাকালে চালু হওয়া প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় বিনামূল্যে রেশন সেপ্টেম্বর মাসে বন্ধ করার পরিকল্পনা করেছিল কেন্দ্র(Central)। তবে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের পর এবার তা বাড়িয়ে দেওয়া হল ডিসেম্বর মাস পর্যন্ত। আনুষ্ঠানিকভাবে বুধবার এই তথ্য প্রকাশে আনা হয়েছে কেন্দ্রীয় সরকারের তর। আর এই সিদ্ধান্ত পরিবর্তনের পিছনে অন্যতম ভুমিকা তৃণমূল(TMC) সাংসদ সৌগত রায়ের। কারণ, রেশনের(Ration) মেয়াদ বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত করার দাবিতে চিঠি লিখেছিলেন সৌগত রায়(Sougata Roy)। তৃণমূল সাংসদের দাবি মেনেই এই মেয়াদ বাড়ানো হচ্ছে বলে সূত্রের খবর।

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় রেশন বণ্টন ব্যবস্থা চালু রাখতে বার বার সরব হয়েছে একাধিক রাজ্য। সামনে দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এই রেশন ব্যবস্থা বন্ধ না করার জন্য চাপ বাড়ছিল বিজেপির তরফে। এছাড়া তৃণমূল সাংসদ সৌগত রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠি লিখে আবেদন জানিয়েছিলেন, এই রেশনের মেয়াদ অন্তত এ বছরের শেষ পর্যন্ত করা হোক। সেইমতো তাঁর সেই আবেদনে সাড়া দিয়েছে কেন্দ্র। আগেই তাঁকে জানানো হয়েছে, রেশনের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই যোজনার সীমা বাড়ানোর ক্ষেত্রে অনুমতি মিলেছে বলে জানা গিয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উল্লেখ্য, ২০২০ সালে দেশজুড়ে কোভিড (COVID-19) সংক্রমণ ও লকডাউনের (Lockdown) জেরে কেন্দ্রের তরফে দরিদ্রদের জন্য বিনামূল্যে রেশন (Free Ration) বণ্টনের ব্যবস্থা করা হয়েছিল। পরপর ২ বছর তা দেওয়া হয়েছে। তবে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত সেই রেশন দেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্র। এই ব্যবস্থা চালু রাখতে কেন্দ্রের অনেক খরচ হচ্ছে, এই হিসেবনিকেশ করে সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে খাদ্যসামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। তবে এবার তা বাড়িয়ে ডিসেম্বর করার সিদ্ধান্ত নিল কেন্দ্র।

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...