Wednesday, August 27, 2025

বোলারদের দাপট, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট জয় ভারতের

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকা : ১০৬/৮ (২০ ওভার)
ভারত : ১১০/২ (১৬.৪ ওভার)

তুড়ি মেরে জয়! ব্যাপারটা অনেকটা তেমনই। স্কোরবোর্ড বলছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ ৮ উইকেটে জিতেছে ভারত। কিন্তু ম্যাচটা আসলে শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার ইংনিসের প্রথম তিন ওভারেই। সৌজন্যে দুই ভারতীয় পেসার অর্শদীপ সিং ও দীপক চাহার।

উইকেটে ঘাস ও বাউন্স দুটোই ছিল। যা দারুণভাবে কাজে লাগলেন দুই ভারতীয় জোরে বোলার। দুজনের দাপটে প্রথম তিন ওভারেই পাঁচ উইকেট খুইয়ে বসেছিল দক্ষিণ আফ্রিকা। স্কোরবোর্ডে রান তখন মাত্র ৯! ইনিংসের প্রথম ওভারেই টেম্বা বাভুমার (০) মিডল স্টাম্প ছিটকে দেন চাহার। পরের ওভারেই অর্শদীপের শিকার কুইন্টন ডি’কক (১), রিলি রসৌ (০) এবং ডেভিড মিলার (০)। এরপর নিজের দ্বিতীয় ওভারে ট্রিস্টিয়ান স্টাবসকে (০) আউট করেন চাহার।

ওই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার ভরসা ছিলেন এইডেন মার্করাম। সেই মার্করামও ব্যক্তিগত ২৫ রানে লেগ বিফোর উইকেটের শিকার হন হর্ষল প্যাটেলের বলে। তবে এই বিপর্যয়ের পরেও যে দক্ষিণ আফ্রিকা একশোর গণ্ডি পার করতে পেরেছে, তার জন্য কৃতিত্ব প্রাপ্য দুই টেল-এন্ডার কেশব মহারাজ ও ওয়েন পার্নেলের। কেশব ৩৫ বলে ৪১ রানের ক্যামিও খেলে দেন। পার্নেল করেন ৩৭ বলে ২৪ রান। অর্শদীপ ৩২ রানে ৩ উইকেট দখল করেন। চাহার ও হর্ষল পান দু’টি করে উইকেট। ম্যাচের সেরা অর্শদীপ। তিনিও স্বীকার করে নিলেন, পিচ থেকে বাড়তি সাহায্য পেয়েছেন। অধিনায়ক রোহিত বলে গেলেন, ‘পিচ ও পরিবেশ দুটোই চ্যালেঞ্জিং ছিল। জানতাম এই উইকেটে শুরুতে পেসাররা বাড়তি সুবিধা পাবে। তাই টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

জেতার জন্য মাত্র ১০৭ রান করতে হবে। এই পরিস্থিতিতে রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেট হারিয়ে কুড়ি বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। রোহিত শূন্য রানে আউট হলেন। রান পাননি বিরাটও (৩)। তবে জোড়া হাফ সেঞ্চুরি হাঁকালেন কে এল রাহুল (৫৬ বলে ৫১) এবং সূর্যকুমার যাদব (৩৩ বলে ৫০)। অসমাপ্ত তৃতীয় উইকেটে দু’মিলে ৯৩ রান যোগ করে দলকে জয় এনে দেন।

আরও পড়ুন- পুজোর চারদিন কেমন থাকবে আবহাওয়া? জানুন সর্বশেষ আপডেট

spot_img

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...