Thursday, November 6, 2025

কংগ্রেসে এখনও শেষকথা গান্ধী পরিবার, দলিত নেতা মল্লিকার্জুন খাড়গের সভাপতি হওয়া সময়ের অপেক্ষা

Date:

Share post:

গতকাল, শুক্রবার ছিল সর্বভারতীয় কংগ্রেস সভাপতি নির্বাচনের জন্য মনোনয়নের শেষ দিন। কংগ্রেসের একান্ত অভ্যন্তরীণ বিষয় হলেও এই মনোনয়ন পর্বের দিকে নজর ছিল গোটা দেশের রাজনৈতিক মহলের। গান্ধী পরিবার থেকে এবার কেউ সভাপতি হচ্ছেন না সেটা সোনিয়া আগেই ঘোষণা করেছিলেন। তাই তাঁদের প্রতিনিধি হয়ে এবার কে কংগ্রেস সভাপতির ব্যাটন হাতে নেওয়ার দৌড়ে থাকে, সেটাই ছিল দেখার। শুরু থেকেই একের পর এক নাটক। রাজস্থান ও গেহলট পর্বের পর ফের একপ্রস্থ নাটক হয়ে গেল মনোনয়নের শেষদিনে।

আরও পড়ুন:রাজস্থান নাটকের পর গান্ধী পরিবারের সমর্থনে কংগ্রেস সভাপতির দৌড়ে দিগ্বিজয় সিং

শশী থারুর শুরু থেকেই জানিয়ে ছিলেন তিনি সভাপতি পদের জন্য মনোনয়ন দেবেন। এবং সেটাই করেছেন। অন্যদিকে, গান্ধী পরিবার ঘনিষ্ঠ মধ্যপ্রদেশের প্রাক্তন দিগ্বিজয় সিং প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন। কিন্তু একেবারে শেষমুহূর্তে নাটকীয় পট পরিবর্তন। শশী থারুরের বিরুদ্ধে প্রার্থী হলেন গান্ধী পরিবার ঘনিষ্ঠ নেতা মল্লিকার্জুন খাড়গে। নাটকের এখানেই শেষ নয়, শেষদিনে মনোনয়ন জমা দিলেন ঝাড়খণ্ডের নেতা কে এন ত্রিপাঠি। ফলে লড়াই এবার ত্রিমুখী।

তবে রাজনৈতিক মহল মনে করছে। নাটক আরও বাকি। আগামী ৮ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের দিন। অবাক হওয়ার কিছু নেই, যদি দেখা যায়, সর্বসম্মতভাবে কংগ্রেস সভাপতি হলেন কর্ণাটকের দলিত নেতা খাড়গে। এদিকে খাড়গে প্রার্থী হওয়ায় দলের “এক ব্যক্তি এক পদ” নীতি মেনে এবার রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে ছেড়ে দেবেন তিনি। দলীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর জায়গায় আসবেন দিগ্বিজয় সিং।

উল্লেখ্য, দীর্ঘ ২২ বছর পর ফের কংগ্রেস সভাপতি পদে নির্বাচন হবে। শেষবার এই নির্বাচন হয়েছিল ২০০০ সালে। বিপক্ষ প্রার্থী জিতেন্দ্র প্রসাদকে হারিয়ে সভানেত্রী হয়েছিলেন সোনিয়া গান্ধী। এবার গান্ধী পরিবার থেকে সরাসরি এই। নির্বাচনে কেউ অংশ না নিলেও কংগ্রেসে এখনও শেষকথা গান্ধী পরিবার তা বলার অপেক্ষা রাখে না। তাই রাজনৈতিক মহল মনে করছে, ভোট হোক কিংবা না হোক, মল্লিকার্জুন খাড়গের এখন কংগ্রেস সভাপতি হওয়া শুধু সময়ের অপেক্ষা।

spot_img

Related articles

তোমরা একা নও, পৃথিবী তোমাদের সঙ্গে আছে: ৩১ তম KIFF-এর মঞ্চে আঞ্চলিক ভাষার চলচ্চিত্রকে গুরুত্ব মুখ্যমন্ত্রীর

”আন্তর্জাতিক ছবির পাশাপাশি থাকবে দেশীয় সিনেমা এবং বোরো, টুলু-র মতো আঞ্চলিক ভাষার চলচ্চিত্রও (Cinema)। এর মাধ্যমে এমন মানুষদের...

চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকেই যুবভারতী হকি স্টেডিয়ামের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

বাংলার খেলার মুকুটে জুড়ল নয়া পালক। রাজ্য সরকারের তহবিলে তৈরি যুবভারতী হকি স্টেডিয়ামের(VYBK Hockey Stadium) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী...

বঙ্গবিভূষণ আরতি-শত্রুঘ্ন: মঞ্চে আবেগাপ্লুত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী, মমতার ভূয়সী প্রশংসা অভিনেতা-সাংসদের

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) উদ্বোধনের মঞ্চে বাংলার সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ দেওয়া হল বিখ্যাত সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়...

ম্যাচ আয়োজনে চূড়ান্ত ব্যর্থতা, বোর্ডের কড়া চিঠি সিএবিকে

মাত্র কয়েক মাস আগেই ক্ষমতায় এসেছে সিএবির(CAB) নতুন কমিটি। সভাপতির নাম স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু ম্যাচ আয়োজন করতে...