Tuesday, May 6, 2025

কলেজ-বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি নিয়োগে অভূতপূর্ব সিদ্ধান্ত UGC-র

Date:

Share post:

কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি নিয়োগের ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি UGC-র। Phd-র মতো শিক্ষাগত যোগ্যতা না থাকলেও যে কোনও ক্ষেত্রে একজন বিশিষ্ট পেশাদার দেশের যে কোনও কলেজ (College) বা বিশ্ববিদ্যালয়ে (University) ফ্যাকাল্টি হিসেবে কাজের জন্য যোগ্য হতে পারেন। এই পদের নাম ‘প্রফেসর অফ প্র্যাকটিস’।

*কী যোগ্যতা প্রয়োজন ‘প্রফেসর অফ প্র্যাকটিস’ হতে-*

একজন ব্যক্তিকে ‘বিশেষজ্ঞ’ হতে হবে
তাঁর পেশায় অসাধারণ অবদান রাখতে হবে।
কমপক্ষে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

এই পদের জন্য কোনও আনুষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। প্রযুক্তি, বিজ্ঞান, সাহিত্য, সামাজিক বিজ্ঞান, আইন, মিডিয়া, সশস্ত্র বাহিনী, চারুকলা- যে কোনও ক্ষেত্রের পেশাদারদের নিয়োগ করা হবে।

কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষক পদের ১০ শতাংশে ‘প্রফেসর অফ প্র্যাকটিস’ নিয়োগ করা যাবে। সর্বোচ্চ তিন বছরের জন্য এই নিয়োগে কোনও প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে না। বিশেষ ক্ষেত্রে কর্মজীবন এক বছর বাড়ানো যাবে। শিক্ষকদের বেতনের দেবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান।

এরই সঙ্গে পড়ুয়ারা চাইলে দু’টি পাঠ্যক্রম বা অ্যাকাডেমিক প্রোগ্রাম একসঙ্গে পড়তে পারেন সে বিষয়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দিয়েছে উচ্চ শিক্ষার নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। কর্মসংস্থানের লক্ষ্যে তথ্যপ্রযুক্তি সংস্থার সঙ্গে যোগাযোগ করে কিছু পাঠ্যক্রম তৈরি করতেও বলা হয়েছে। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, শিল্প ক্ষেত্র এবং বাস্তবের মধ্যে পড়ুয়াদের যোগাযোগ তৈরির জন্যই এই উদ্যোগ ইউজিসির।

আরও পড়ুন:La Ganeshan: হৃদযন্ত্রে বাড়ছে সমস্যা, হার্টে বসতে পারে স্টেন্ট 

spot_img

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...