ফের উপত্যকায় গুলির লড়াই, খতম ২ জ*ঙ্গি

ইয়াওয়ার শফি ভাট ও আমির হুসেন ভাট নামে ওই দুজন কালাম্পোরা পুলওয়ামা ও আমির ভেশরো শোপিয়ান এলাকার বাসিন্দা ছিল।

ফের উপত্যকায় গুলির লড়াই। জম্মু ও কাশ্মীর পুলিশের (Jammu and Kashmir Police) তরফে টুইটে জানানো হয়েছে, শোপিয়ানের (Shopian) বাস্কুচানের জ*ঙ্গিদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গড়ে লড়াই হয়। এনকাউন্টারে দুই জ*ঙ্গিকে নিকেশ করা হয়েছে। ইয়াওয়ার শফি ভাট ও আমির হুসেন ভাট নামে ওই দুজন কালাম্পোরা পুলওয়ামা ও আমির ভেশরো শোপিয়ান এলাকার বাসিন্দা ছিল।

ইয়েদিপোরা গ্রামে জ*ঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের তরফে যৌথ অভিযান চালানো হয়। সেই সময় নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় জ*ঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনী। তাতেই ওই দুজনের মৃত্যু হয়।

গোয়েন্দা সূত্র অনুযায়ী, ওই দুই জঙ্গিকে বারামুল্লায় আয়োজিত আর্মি রিক্রুটমেন্ট ব়্যালিতে হামলা চালানোর জন্য নিযুক্ত করা হয়েছিল। তিনটি ম্যাঙ্গানিজ-সহ AKS74U রাইফেল, অন্যান্য অস্ত্রশস্ত্র, পিস্তল উদ্ধার করা হয়েছে।

 

Previous articleআচমকা শারীরিক অবস্থার অবনতি, ICU-তে স্থানান্তর মুলায়মকে
Next articleপ্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই, নেতৃত্বে শিখর ধাওয়ান