Monday, May 19, 2025

বেকারত্বের তালিকায় শীর্ষে ডবল ইঞ্জিনের ত্রিপুরা, প্রকাশ্যে রিপোর্ট

Date:

Share post:

ভোটের মরশুমে ডবল ইঞ্জিনের ডাক পেটাতে কোনও কার্পণ্য করেন না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। অথচ সেই ডবল ইঞ্জিনের ভয়াবহ রূপ পেয়ে দেখ একবার প্রকাশে চলে গেল। বেকারত্বের নিরিখে উত্তর-পূর্বের রাজ্য গুলির মধ্যে সে উঠে এলো ডবল ইঞ্জিনের রাজ্য বিজেপি শাসিত ত্রিপুরা। রিপোর্ট বলছে মে থেকে অগাস্ট মাসে গোটা দেশে বেকারত্বের হার যখন ৬.৪৩ শতাংশ নেমেছে, সেখানে গেরুয়া রাজ্য ত্রিপুরায়(Tripura) বেকারত্বের হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৭ শতাংশ। রিপোর্ট বলছে উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যে বেকারত্বের নিরিখে একেবারে শীর্ষে উঠে এসেছে গেরুয়া রাজ্য ত্রিপুরা। গোটা দেশের মধ্যে গেরুয়া রাজ্য আর এক হরিয়ানাতে এই বেকারত্বের হার ছুয়ে ফেলেছে ২২.৯ শতাংশ।

অবশ্য উত্তর-পূর্বে রাজ্যগুলির মধ্যে ত্রিপুরার বেহাল দশা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলতে শুরু করেছে কারণ নির্বাচনের আগে এই রাজ্যেই বিজেপি তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বছরে ৫০ হাজার চাকরির। তবে বাস্তব ছবিটা বলছে মাত্র ১২ হাজার জন চাকরি পেয়েছেন গত সাড়ে চার বছরে। শুধু তাই নয়, উন্নয়নমূলক কোন পদক্ষেপও দেখা যায়নি সরকারের তরফে। এমনটাই অভিযোগ কংগ্রেসের।

এখানে পরিস্থিতিতে কংগ্রেসের তরফে সরাসরি অভিযোগ করা হয়েছে, মোদি সরকারের নীতির জেরে ত্রিপুরার অবস্থা ক্রমশ খারাপ থেকে খারাপতর হচ্ছে। বেসরকারি সংস্থা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা দিনে দিনে আরো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। যার ফল প্রতিদিন মানুষ চাকরি হারাচ্ছে ত্রিপুরায়। স্মাগলিং এবং অসামাজিক কর্মকাণ্ড উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যে।

spot_img

Related articles

ভারতীয় সেনার তৎপরতা – সাহসিকতা! ভেস্তে গেল স্বর্ণমন্দিরে পাকিস্তানের হামলার চক্রান্ত

ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় রক্ষা পেল পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া একের পর এক...

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...