Tuesday, August 26, 2025

বেকারত্বের তালিকায় শীর্ষে ডবল ইঞ্জিনের ত্রিপুরা, প্রকাশ্যে রিপোর্ট

Date:

Share post:

ভোটের মরশুমে ডবল ইঞ্জিনের ডাক পেটাতে কোনও কার্পণ্য করেন না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। অথচ সেই ডবল ইঞ্জিনের ভয়াবহ রূপ পেয়ে দেখ একবার প্রকাশে চলে গেল। বেকারত্বের নিরিখে উত্তর-পূর্বের রাজ্য গুলির মধ্যে সে উঠে এলো ডবল ইঞ্জিনের রাজ্য বিজেপি শাসিত ত্রিপুরা। রিপোর্ট বলছে মে থেকে অগাস্ট মাসে গোটা দেশে বেকারত্বের হার যখন ৬.৪৩ শতাংশ নেমেছে, সেখানে গেরুয়া রাজ্য ত্রিপুরায়(Tripura) বেকারত্বের হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৭ শতাংশ। রিপোর্ট বলছে উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যে বেকারত্বের নিরিখে একেবারে শীর্ষে উঠে এসেছে গেরুয়া রাজ্য ত্রিপুরা। গোটা দেশের মধ্যে গেরুয়া রাজ্য আর এক হরিয়ানাতে এই বেকারত্বের হার ছুয়ে ফেলেছে ২২.৯ শতাংশ।

অবশ্য উত্তর-পূর্বে রাজ্যগুলির মধ্যে ত্রিপুরার বেহাল দশা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলতে শুরু করেছে কারণ নির্বাচনের আগে এই রাজ্যেই বিজেপি তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বছরে ৫০ হাজার চাকরির। তবে বাস্তব ছবিটা বলছে মাত্র ১২ হাজার জন চাকরি পেয়েছেন গত সাড়ে চার বছরে। শুধু তাই নয়, উন্নয়নমূলক কোন পদক্ষেপও দেখা যায়নি সরকারের তরফে। এমনটাই অভিযোগ কংগ্রেসের।

এখানে পরিস্থিতিতে কংগ্রেসের তরফে সরাসরি অভিযোগ করা হয়েছে, মোদি সরকারের নীতির জেরে ত্রিপুরার অবস্থা ক্রমশ খারাপ থেকে খারাপতর হচ্ছে। বেসরকারি সংস্থা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা দিনে দিনে আরো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। যার ফল প্রতিদিন মানুষ চাকরি হারাচ্ছে ত্রিপুরায়। স্মাগলিং এবং অসামাজিক কর্মকাণ্ড উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যে।

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...