হিজাব বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান, মৃতের সংখ্যা অন্তত ৯২

হিজাব(Hijab) বিরোধী বিক্ষোভে ফেটে পড়েছে মুসলিম রাষ্ট্র ইরানের(Iran) মহিলারা। হিজাব পুড়িয়ে, চুল কেটে ইসলামের নামে মহিলাদের শিকলবন্দি করার প্রতিবাদে ক্ষোভ দানা বেঁধেছে ইসলাম(Islam) রাষ্ট্রের প্রতিটি কোনায়। চলছে বিক্ষোভকারিদের থামাতে রাষ্ট্রের হিংস্রতাও। যার জেরে অন্তত ৯২ জন শহিদ হয়েছেন বলে জানা যাচ্ছে।

নীতি পুলিশের হাতে মাহসা আমিনি খুনের পর থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে ইরানে। মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ (আইএইচআর) জানিয়েছে, হিজাব বিরোধী বিক্ষোভ দমন করতে উঠেপড়ে লেগেছে প্রশাসন। সরকারি বাহিনীর হাতে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৯২ জন মানুষ। সূত্রের খবর, এই সংখ্যা আরও বেশি হতে পারে। আইএইচআর সূত্রে খবর, গত শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৪১ জন। ইরানের দক্ষিণ-পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তের কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে বিক্ষোভকারীদের। কারণ, ইরানে সংখ্যালঘু সুন্নি বালোচ সম্প্রদায়ের এক তরুণীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। সবমিলিয়ে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ গুরুতর হয়ে উঠেছে।

উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশীর মারে মৃত্যু হয় তরুণী মাহসা আমিনির। তারপর থেকেই দেশজুড়ে চলছে প্রতিবাদী মিছিল। স্বৈরশাসকের বিরোধিতায় ইটালির বুকে তৈরি হওয়া ‘বেলা চাও’ গানটি গেয়ে ইরানের (Iran) রাস্তায় প্রতিবাদ জানাচ্ছেন আরব দুনিয়ার মেয়েরা। হিজাব বিরোধী (Anti-Hijab) সেই আন্দোলনে শামিল পুরুষদের একাংশও। তাঁদের কণ্ঠেও ‘বেলা চাও’। আর সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

Previous articleঅষ্টমীর সন্ধ্যায় অশান্তির ছড়ানোর চেষ্টা, গ্ৰেফতার বিকাশ-কমলেশ্বর সহ ৯
Next articleবেকারত্বের তালিকায় শীর্ষে ডবল ইঞ্জিনের ত্রিপুরা, প্রকাশ্যে রিপোর্ট