Tuesday, August 26, 2025

মোদির হিমাচল সফর কভার করতে সাংবাদিকদের ‘চরিত্রের শংসাপত্র’ বাধ্যতামূলক

Date:

Share post:

মোদির হিমাচল সফর কভার করতে গেলে সাংবাদিকদের জন্য বাধ্যতামূলক করা হলো চরিত্রের শংসাপত্র। আগামীকাল হিমাচল প্রদেশ(Himachal Pradesh) সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তাঁর এই সফরে উপস্থিত থাকার জন্য যে সকল সাংবাদিক আবেদন জানিয়েছেন তাদের প্রত্যেককে চরিত্রে শংসাপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অবাক সংবাদ মাধ্যম(media sector)। সরকারের এহেন নির্দেশকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

হিমাচল প্রদেশে মোদির সফরে জেলা প্রশাসনের তরফে সমস্ত সংবাদ মাধ্যম কর্মীদের জানানো হয়েছে, মোদির সফরে উপস্থিত থাকতে গেলে তাদের চরিত্রগত শংসাপত্র জমা দেওয়ার জন্য। এক্ষেত্রে হিমাচল প্রদেশের স্থানীয় সংবাদ মাধ্যম তো বটেই অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনের সংবাদ কর্মীদের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ জারি রয়েছে সমস্ত প্রিন্ট, ডিজিটাল এবং টেলিভিশন মিডিয়ার জন্যও। পুলিশে তরফে গত ২৯ সেপ্টেম্বরেই এ বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দিয়ে দেওয়া হয়। স্পষ্টভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, সংবাদমাধ্যম কর্মীদের তাদের চরিত্রগত শংসাপত্র জমা দিতে হবে বিলাসপুরের ডিএসপি অফিসে ১ অক্টোবরের মধ্যে। চরিত্র শংসাপত্র দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে কারা মোদির সফরে উপস্থিত থাকবেন আর কাদের বাদ দেওয়া হবে।

মোদি সরকারের এহেন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে আম আদমি পার্টির মুখপাত্র পঙ্কজ পন্ডিত। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তাঁর ২২ বছরের সাংবাদিক জীবনে এই প্রথমবার তিনি এমন উদ্ভট দাবি দেখছেন। “মোদিজি প্রথমবার রাজ্যে আসছেন না। চরিত্রের শংসাপত্রের এহেন দাবি অত্যন্ত অপমানজনক এবং সংবাদ মাধ্যমের স্বাভাবিক কার্যকলাপকে রোধ করার চেষ্টা।”

spot_img

Related articles

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...