বিসর্জনে মাইক বাজানো নিয়ে মারপিট, মৃত্যু যুবকের

বিসর্জনের মাইক বাজানোকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। এই ঘটনার জেরে গুরুতর জখম হয় ৩৩ বছরের ওই যুবক। তাঁকে ঘিরে ধরে মারধর করা হয়

দুর্গাপুজোর বিসর্জনকে কেন্দ্র করে বচসা। সেখান থেকে হাতাহাতি। মারপিট। তাতেই মৃত্যু হল এক যুবকের। নিহতের নাম বাবুসোনা সাঁতরা। উৎসবের দিনে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ায়।

জানা গিয়েছে, বিসর্জনের মাইক বাজানোকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। এই ঘটনার জেরে গুরুতর জখম হয় ৩৩ বছরের ওই যুবক। তাঁকে ঘিরে ধরে মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে বেথুয়াডহুরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অভিযোগ, মোবাইলে গান বাজছিল। বিসর্জনের হুড়োহুড়ির মধ্যে মোবাইলটি হারিয়ে যায়। যার মোবাইল সে তখন মোবাইল খোঁজার জন্য মাইক বন্ধ করতে বলে। এই নিয়েই বচসার সূত্রপাত। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে পঞ্চম সাঁতরা, রাজু সাঁতরা, সঞ্জীব সাঁতরা, গোষ্ঠ সাঁতরা ও কেষ্ট সাঁতরার দিকে। পরিকল্পনা করেই তারা বাবুসোনা সাঁতরাকে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। নাকাশিপাড়ায় থানার পুলিশ তদন্তে নেমেছে।