আইএসএলে লাল-হলুদে পাঁচ অধিনায়ক, ঘোষণা ইস্টবেঙ্গলের

আগামিকাল আইএসএলের (ISL) অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল (EastBengal)। প্রথম ম‍্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। তার আগে বড় ঘোষণা করল ইস্টবেঙ্গল। এক বা দুই নয়, এবারের আসন্ন আইএসএল-এর জন‍্য মোট পাঁচ অধিনায়কের নাম ঘোষণা করল লাল-হলুদ। এক্ষেত্রে মাল্টিপল ক্যাপ্টেন্স বাছাইয়ে এটিকে মোহনবাগানের পথেই হাঁটল ইস্টবেঙ্গল।

আইএসএল-এ খেলতে নামার আগেই দলের অধিনায়কদের বেছে নিলেন ইস্টবেঙ্গলের কর্তারা। পাঁচ নেতার নাম ঘোষমা করা হল এদিন। লাল-হলুদের পাঁচ অধিনায়ক হলেন গোলরক্ষক কমলজিৎ সিং, ডিফেন্ডার ইভান গঞ্জালেজ, মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী, সুমিত পাসসি এবং ফরোয়ার্ড ক্লেইটন সিলভারা। আসন্ন মরশুমে ইস্টবেঙ্গলকে নেতৃত্ব দেবেন তারা।

কয়েক সপ্তাহ আগেই এটিকে মোহনবাগানের তরফে চার অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছিল বাগানের তরফ থেকে। সবুজ মেরুন শিবির তাদের চার ক্যাপ্টেনকে বেছে নিয়েছিল। বাগান শিবিরকে নেতৃত্ব দিচ্ছেন এবার বঙ্গসন্তান শুভাশিস বোস, প্রীতম কোটাল এবং দুই বিদেশি জনি কাউকো এবং ফ্লোরেন্তিন পোগবা। এদিন ইস্টবেঙ্গল পাঁচ অধিনায়কের কথা সরকারিভাবে নিজেদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা করেছে।

শুক্রবারই আইএসএল-এর উদ্বোধনী ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। বুধবার লাল-হলুদ ফুটবলাররা উড়ে গিয়েছেন কোচিতে।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপ খেলতে  অস্ট্রেলিয়া উড়ে গেল ভারতীয় দল, ছবি পোস্ট বিসিসিআইয়ের