শারীরিক কারণে কার্নিভালে পারফর্ম করবেন না ডোনা, রেড রোডে মহড়ায় প্রয়োজনীয় নির্দেশ ছাত্রছাত্রীদের

করোনা মহামারির জন্য দু’বছর বন্ধ থাকার পর ফের আগামিকাল, শনিবার রেড রোডে মহাসমারোহে পালিত হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভালে। উৎসবে বাড়তি উৎসাহ জুগিয়েছে ইউনেস্কোর স্বীকৃতি। এবার কার্নিভালে পারফর্ম করার কথা ছিল সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের। কিন্তু কার্নিভালে সক্রিয় ভাবে থাকতে পারছেন না নৃত্যশিল্পী ডোনা। তবে কার্নিভালে অংশ নিচ্ছেন ডোনার নাচের স্কুল ‘‘দীক্ষামঞ্জরী’’র শিল্পীরা। এদিন রেড রোডে এসে নিজের ছাত্রছাত্রীদের চূড়ান্ত মহড়ায় প্রয়োজনীয় নির্দেশও দিতে দেখা গিয়েছে তাঁকেও। চোখেমুখে দুর্বলতার ছাপ স্পষ্ট।

ডোনা জানালেন, আগের থেকে অনেকটাই ভাল আছেন তবে তাঁর শরীরের যা অবস্থা, তাতে এই মুহূর্তে খোলা আকাশের নীচে কার্নিভালের মতো জমকালো অনুষ্ঠানে পারফর্ম করার ধকল ডোনা নিতে পারবেন না। সে কারণেই ইচ্ছে থাকলেও চিকিৎসকদের পরামর্শ মেনে কার্নিভালে নিজে পারফর্ম করতে পারবেন না। সেকথা রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরকে জানিয়েছেন।

প্রসঙ্গত, দিনকয়েক আগে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ডোনা। গত মঙ্গলবার, নবমীর রাতে তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বৃহস্পতিবার, একাদশীর দিন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ডোনা। আগের থেকে ভালও রয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই পুজো কার্নিভালে “পারফর্ম” করতে ডোনাকে নিষেধ করেছেন চিকিৎসকরা। সেই পরামর্শ মেনেই কার্নিভালে সক্রিয় ভাবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওড়িশি নৃত্যশিল্পী। কার্নিভালে পারফরম্যান্সের জন্য তাঁর প্রায় সাড়ে তিনশোর মতো ছাত্রছাত্রীর “কোরিয়োগ্রাফি” করেছেন ডোনা।