Saturday, August 23, 2025

মেধাতালিকায় ২০০০ জনের পিছনে! কল্যাণী এইমসে যোগ্যদের বঞ্চিত করে নিয়োগ বিজেপি বিধায়কের মেয়েকে

Date:

Share post:

কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানাকে তলব করেছে সিআইডি। বেআইনিভাবে তাঁর কন্যা নিয়োগ পায়। সেই তদন্তে নেমেই নীলাদ্রি শেখর দানাকে ভবানী ভবনে ডেকে জেরা করছেন তদন্তকারীরা।

সূত্রের খবর, কল্যাণী এইমসে একটি ঠিকাদার সংস্থায় চাকরির জন্য যে নিয়োগের পরীক্ষা হয়, সেখানে ৫০০০ পরীক্ষার্থী ছিলেন। তার মধ্যে মেধাতালিকায় ২০০০ জনের পরে নাম ছিল বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানার। অভিযোগ, অনেক পিছনে থেকেও তিনি নিয়োগপত্র পেয়ে চাকরিতে যোগ দেন। অথচ, মেধা তালিকায় মৈত্রীর থেকে উপরের দিয়ে থাকা প্রার্থীদের অনেকেই নিয়োগ পাননি। কম নম্বর পেয়ে কীভাবে চাকরি পেলেন বিধায়ক কন্যা?

এই মামলায় সবমিলিয়ে অভিযুক্ত হিসেবে এখন ৮ জনের নাম রয়েছে। যার মধ্যে দুই বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা ও বঙ্কিম ঘোষ রয়েছেন। বঙ্কিম ঘোষের পুত্রবধূকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে বলেও অভিযোগ। নাম রয়েছে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ও সুভাষ সরকারেও।

এর আগে বাঁকুড়ার বাড়িতে গিয়ে দু’দফায় নিলাদ্রী শেখর দানার মেয়ে মৈত্রী দানাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। তদন্তে নেমে সিআইডি জানতে পারে কল্যাণী এইমসে তাঁর বিধায়ক তাঁর মেয়েকে নিয়ে গিয়েছিলেন। এক উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে কথাও বলেন চাকরির জন্য। কিন্তু চাকরিটা দেয় বেসরকারি নিয়োগকারী সংস্থা। ওই বেসরকারি সংস্থা জানায়, কল্যাণী এইমসের তরফে একটা সুপারিশ পত্র পাঠানো হয়েছিল। সেইজন্যই এই চাকরিগুলো হয়েছিল।

spot_img

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...