Friday, November 14, 2025

করোনাকালে বিশ্বমঞ্চে সম্মানিত শৈলজাকে পিপিই কিট দুর্নীতিতে তলব লোকায়ুক্তের

Date:

Share post:

করোনা অতিমারির (Corona Pandemic) সময় লড়াই করে বীরের সম্মান পেয়েছিলেন তিনি। আর কেরলের (kerala) বাম সরকারের (CPIM Government) সেই প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী (Former Health Minister) কে কে শৈলজার (KK Shailaja) বিরুদ্ধেই উঠল দুর্নীতির (Corruption) অভিযোগ। তাও আবার কোভিডকে কেন্দ্র করেই। কোভিডের সময় পিপিই কিট (PPE Kit) কেনা নিয়ে দুর্নীতির অভিযোগে শৈলজার বিরুদ্ধে তদন্তে (Investigation) নেমেছে লোকায়ুক্ত। কেরলের কংগ্রেস নেত্রী বীণা এস নায়ার (Congress Leader Veena S Nair) শৈলজার বিরুদ্ধে অভিযোগ (Complaint) দায়ের করার পরই এমন কড়া পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Central Investigating Agency)।

তবে শুধু শৈলজাই নন দুর্নীতির অভিযোগে কংগ্রেস নেত্রী প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও প্রাক্তন স্বাস্থ্যসচিব ড: রাজন এন খোবরাগাডে, মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশনের প্রাক্তন এমডি বালামুরলী, মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশনের প্রাক্তন জেনারেল ম্যানেজার এস আর দিলীপকুমার এবং আরও সাত জনের নাম প্রকাশ্যে এনেছেন। করোনার সময়ে পিপিই কিট কেনার ক্ষেত্রে এই ১১ জনই সিদ্ধান্ত নেওয়ার অধিকারী ছিলেন এবং আর্থিক লেনদেনে সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ। ইতিমধ্যে লোকায়ুক্ত (Lokayukta of India) ৪ ডিসেম্বর তাদের সামনে হাজির হতে শৈলজাকে সমন (Summon) পাঠিয়েছে।

শৈলজা সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য। গত বছর পিনারাই বিজয়ন (Pinarai Vijayan) সরকার ক্ষমতায় টিকে থাকার পর শৈলজাকে আর মন্ত্রিসভায় (Cabinet) রাখা হয়নি। তবে এখন জানা যাচ্ছে শুধু মন্ত্রীসভাই নয় তাঁকে দলীয় পদ থেকেও সরিয়ে দেওয়া হতে পারে। লোকায়ুক্ত হল, মন্ত্রী-সহ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সামনে আসা অভিযোগের তদন্তকারী সংস্থা। কংগ্রেস নেতা বীণা এস নায়ার গত বছর লোকায়ুক্তের কাছে অভিযোগ অভিযোগ জানান, তখনকার বাজারদরের (Market Price) অতিরিক্ত রেট দিয়ে ওই কিটগুলি কেনা হয়েছিল। এরপর লোকায়ুক্ত প্রাথমিক তদম্তের পর রায় দেয় অভিযোগের প্রাথমিক ভিত্তি আছে। এবার সেই অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত হবে।

তবে শৈলজার অভিযোগ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে। কিন্তু প্রাক্তন মন্ত্রীর এই বক্তব্য কানে তোলেননি লোকায়ুক্তের চেয়ারম্যান।

spot_img

Related articles

পাশে প্রথম স্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্রর ভিডিয়ো প্রকাশ্যে, গ্রেফতার হাসপাতাল কর্মী

গত এক সপ্তাহ অভিনেতা ধর্মেন্দ্র-র জন্য উদ্বেগে গোটা দেশ। সোমবার ১১ নভেম্বর হঠাৎ তাঁর অসুস্থ হওয়ার খবরে তোলপাড়...

ওটা বিহারের সমীকরণ, বাংলায় জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন: বিজেপিকে উড়িয়ে জবাব তৃণমূলের

বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) এখনও পর্যন্ত ফলে ম্যাজিক ফিগার ছাড়িয়ে এগিয়ে গিয়েছে NDA। আর এই ফল...

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...