Wednesday, August 27, 2025

বিলকিস বানোর গণধ*র্ষণে অপরাধীদের মুক্তির আবেদন দু’সপ্তাহেই মঞ্জুর করে কেন্দ্র

Date:

Share post:

বিলকিস বানো(Bilkis Bano) গণধ*র্ষণ কাণ্ডে অপরাধীদের মুক্তি দিয়েছেন গুজরাট সরকার(Gujrat Govt)। সম্প্রতি সেই ইস্যুতে সুপ্রিম কোর্টের রিপোর্ট জমা দিয়েছিল গুজরাটের বিজেপি সরকার(BJP Govt)। সেখান থেকে জানা গেল দুই সপ্তাহের মধ্যেই বিলকিস বানো গণধ*র্ষণ কাণ্ডে দোষীদের সাজা মুকুব করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার(Central Govt)। জেলে ভাল আচার ব্যবহারের জন্য বিলকিস বানো গণধ*র্ষণে দোষীদের সাজা মকুব করার আরজি জানিয়েছিল গুজরাট সরকার (Gujarat)। সিবিআই ও বিশেষ আদালতের আপত্তি সত্বেও মাত্র দু’সপ্তাহের মধ্যে সেই আরজি মঞ্জুর করে দেয় স্বরাষ্ট্রমন্ত্রক।

কেন নৃশংস অপরাধে জেলবন্দী অপরাধীদের মুক্তি দেওয়া হল সম্প্রতি গুজরাট সরকারের কাছে এই প্রশ্ন রেখেছিল দেশের শীর্ষ আদালত। মুক্তি দেওয়ার প্রক্রিয়ার সংক্রান্ত সমস্ত নথিপত্র সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় গুজরাট সরকারকে। সম্প্রতি পেশ হওয়া সেই হলফনামা থেকে জানা যায়, চলতি বছরের ২৮ জুন কেন্দ্রের কাছে আবেদন জানায় গুজরাট সরকার। মাত্র দু’সপ্তাহের মধ্যেই উত্তর আসে কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে। গুজরাট সরকারের আবেদন মেনেই দোষীদের মুক্তি দিতে সম্মতি জানায় স্বরাষ্ট্রমন্ত্রক। গত ১৫ আগস্ট জেল থেকে বেরিয়ে আসে খুন ও ধর্ষণ কাণ্ডে ১১ জন দোষী।

এর পরই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন্দ্রের মোদি সরকারের উদ্দেশ্য নিয়ে। পাশাপাশি জানা যাচ্ছে গুজরাট সরকারের যে উপদেষ্টা কমিটি দোষীদের সাজা মুকুব করার প্রস্তাবে সমর্থন জানায় তাদের মধ্যে অধিকাংশই বিজেপির সঙ্গে যুক্ত। এমনকি দোষীদের মুক্তির প্রসঙ্গে বিলকিস ও তার পরিবারের সদস্যরা কিছুই জানতেন না। এদিকে জেল মুক্তির পর নৃশংস এই অপরাধীদের রীতিমতো বরণ করে নেওয়া হয় পরিষদের তরফে। গোটা ঘটনায় রীতিমতো সরব হয়ে ওঠে গোটা দেশ। ধর্ষক ও খুনিদের মুক্তির ঘটনায় কাঠগড়ায় তোলা হয় গুজরাটের বিজেপি সরকারের পাশাপাশি কেন্দ্রের মোদি সরকারকে। দেশজুড়ে দাবি ওঠে সিদ্ধান্ত বদল করে অপরাধীদের ফের জেলবন্দী করা হোক।

spot_img

Related articles

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...