Saturday, August 23, 2025

কেন্দ্রের হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পেশ তামিলনাড়ু সরকারের

Date:

Share post:

কাজের ভাষা হিন্দি(Hindi) করার দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে সংসদীয় কমিটি(Parliamentary Committee) সম্প্রতি সুপারিশ পেশ করেছে। এখানে পরিস্থিতির মাঝেই কেন্দ্রের(Central) বিরুদ্ধে হিন্দি আগ্রাসনের অভিযোগ তুলে বিধানসভায় প্রস্তাব পেশ করল তামিলনাড়ু সরকার। তবে শাসক দলের তরফে বিধানসভায় প্রস্তাব পেশের সময় সভাকক্ষ থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা(BJP MLA)।

কেন্দ্রের হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই সরব বাংলা সহ দক্ষিণের রাজ্যগুলি। হিন্দি কে গুরুত্ব দেওয়া সংক্রান্ত সংসদীয় কমিটির প্রস্তাবের বিরুদ্ধে এর আগে সরাসরি তো দেখেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। এরপর মঙ্গলবার তামিলনাড়ু বিধানসভায় পেশ হল প্রস্তাব। যেখানে সংসদীয় কমিটির প্রস্তাবে কক্ষের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, কেন্দ্র যেন সংসদীয় কমিটির রিপোর্ট মেনে এই ধরনের কোনও পদক্ষেপ না করে। কেননা তা রাজ্যের ভাষাগুলির বিরোধী। পাশাপাশি যাঁরা সেই ভাষায় কথা বলেন তাঁদেরও পরিপন্থী।

উল্লেখ্য, সম্প্রতি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মূলমুর কাছে সংসদীয় কমিটির রিপোর্ট জমা দিয়েছেন অমিত শাহ যে রিপোর্টে প্রস্তাব দেওয়া হয়েছে, রাষ্ট্রসংঘে ভারতের সরকারি ভাষা হোক হিন্দি। আবার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় থেকে আইআইটি ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সেখানে শিক্ষাদানের ভাষাও হিন্দিই হোক। হিন্দিভাষী রাজ্যগুলিতে হাই কোর্টের কাজের ভাষাও করা হোক হিন্দিকে। এছাড়াও সরকারি চাকরির পরীক্ষায় বাধ্যতামূলক ইংরাজির জায়গায় এবার থেকে হিন্দি রাখতে হবে। কমিটির এখানে প্রস্তাবের পর প্রতিবাদে সরব হয়েছে দক্ষিণে রাজ্যগুলি।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...