Monday, November 3, 2025

স্বাস্থ্য ক্ষেত্রে প্রভূত উন্নয়নের জের! মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে জয়ী Slab G

Date:

Share post:

স্বাস্থ্য ক্ষেত্রে (Health Sector) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রভূত উন্নয়নের জেরেই মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে (Medical Council Election) প্রত্যাশিত জয় পেল তৃণমূল ঘনিষ্ঠ অধ্যাপকগোষ্ঠী (Medical Faculty)। বিরোধীদের হারিয়ে কমপক্ষে হাজার দুয়েকের কাছাকাছি ভোটে জয়যুক্ত হয় অধ্যাপক গোষ্ঠীর দল স্ল্যাব জি (Slab G)।

মেডিক্যাল কাউন্সিলের বিভিন্ন পদে নিয়োগের জন্য সল্টলেকের দফতরে মঙ্গলবার স্ল্যাব জি এবং স্ল্যাব এইচ দুটি বিভাগে চলে ভোটগ্রহণ (Voting)। ভোটাভুটি পর্ব শেষ হওয়ার পর বুধবার থেকে শুরু হয় ভোট গণনা (Counting)। বুধবার বেলা গড়াতেই দেখা যায় প্রত্যাশিতভাবেই নির্বাচনে জয়লাভ করেছে অধ্যাপকদের দল স্ল্যাব জি। অন্যদিকে মেডিক্যাল গ্রাজুয়েটদের দল স্ল্যাব এইচ বিভাগে এখনও গণনা চলছে বলে সূত্রের খবর। এই বিভাগের চূড়ান্ত ফলাফল সামনে আসতে বৃহস্পতিবার ভোর রাত হয়ে যেতে পারে। তবে গণনার ট্রেন্ড যেদিকে এগোচ্ছে তাতে স্পষ্ট এই বিভাগেও সহজ জয় পেতে চলেছে তৃণমূল ঘেঁষা মেডিক্যাল গ্র্যাজুয়েটরা (Medical Graduate)।

মঙ্গলবারই বাইরে থেকে ব্যালট পেপার আনা, রিটার্ন ব্যালট গরমিল-সহ গণনায় তৃণমূলের হস্তক্ষেপ রয়েছে বলে অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শাসক দলের তরফে জানানো হয়, নির্বাচনে কয়েক হাজার ভোটার রয়েছেন। কিন্তু বিরোধীরা হার নিশ্চিত জেনেই ইচ্ছে করে গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হবে না। তৃণমূলের প্যানেলে যারা দাঁড়িয়েছেন, সকলেই জয়ী হবেন।

spot_img

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...