Monday, August 25, 2025

৪০০ টিরও বেশি মামলা তালিকাভুক্ত হলো না কেন? প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি

Date:

Share post:

আদালতে (Court) মানুষ ন্যায় বিচার পাওয়ার আশায় ছুটে যান। কিন্তু যদি মামলা নথিভূক্তই না হয়, আদালত পর্যন্ত না পৌঁছতে পারে, সে ক্ষেত্রে সত্যি আর মিথ্যের ফারাকটা হবে কেমন করে ? মামলা তালিকাভুক্ত (Case List) না হওয়াটা উদ্বেগের বিষয় আর সেই কারণেই ক্ষুব্ধ ভারতের শীর্ষ আদালতের (Supreme court) প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত (Uday Umesh Lalit)।

সুপ্রিম কোর্টে শুনানির জন্য তৈরি ৪০০ টিরও বেশি মামলা তালিকাভুক্ত না হওয়ার বিষয়ে এবার কড়া মনোভাব দেখালেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। তিনি বলেছেন, এটা উদ্বেগের এবং একটি গুরুতর বিষয়। এইভাবে, রেজিস্ট্রি দ্বারা শুনানির জন্য মামলা তালিকাভুক্ত না করা ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বড় বাধা। প্রধান বিচারপতি নির্দেশ দেন, এই সমস্ত মামলার তালিকা না করার পিছনের কারণ খুঁজে বের করে, এর সঙ্গে যাঁরা জড়িত আছেন সেই সব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। উল্লেখ্য, প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই উদয় উমেশ ললিত (Uday Umesh Lalit) দীর্ঘদিন ধরে শুনানি না হওয়া পুরনো মামলার নিষ্পত্তিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর মেয়াদকালে ইতিমধ্যেই সংবিধান বেঞ্চে বছরের পর বছর ধরে আটকে থাকা বহু মামলার শুনানি হয়েছে। কিন্তু এখনো অনেক মামলা বাকি পড়ে রয়েছে। পরিসংখ্যান বলছে, ১ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টে মোট ৬৯ হাজার ৪৬১ টি মামলা শুনানির জন্য আটকে আছে। ঘটনা সূত্রপাত শুক্রবার যখন একটি মামলার শুনানির সময় আইনজীবী জানান যে, তাঁর একটি মামলা প্রায় ২২ বছর ধরে আটকে আছে। এই কথা শোনা মাত্রই যথেষ্ট ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি। তিনি বলেন, রেজিস্ট্রির একটি অংশ এসব বিষয় বিচারাধীন রাখছে। এসব মামলা বিচারাধীন রাখার কারণও জানা যায়নি। এরপরই তিনি নির্দেশ দেন যে ৩১ অক্টোবর থেকে ওই সব মামলা শুনানির জন্য তালিকাভুক্ত হবে।

 

spot_img

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...