Saturday, January 10, 2026

বাম-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত চাকদহ, বিজেপি নেতা রাহুল সিনহার গাড়ি ভাঙচুর

Date:

Share post:

বাম-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নদিয়ার চাকদহ। শনিবার সন্ধ্যায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যাওয়ার পথে বিজেপি নেতা রাহুল সিনহার গাড়িতে ভাঙচুর চালায় বাম ছাত্র সংগঠন বলে অভিযোগ। পাশাপাশি অবরোধ করা হয় বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়িও। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।

আরও পড়ুন:নন্দীগ্রামে বিজেপিতে বিদ্রোহ, গণইস্তফা বহু নেতার
স্থানীয় সূত্রের খবর, এদিন চাকদহে বিজেপির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ও স্থানীয় বিজেপির বিধায়কেরা। এদিকে এদিন এখানে করুণাময়ীর ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভের কর্মসূচি ছিল সিপিএম যুব সংগঠন ডিওয়াইএফআই-এর কর্মী সমর্থকদের।
এই অবস্থান বিক্ষোভের মাঝে আটকে পড়ে বিজেপি নেতাদের গাড়ি। বিজেপির কর্মীরা দাবি তোলে, নেতা-সাংসদদের গাড়ি আগে ছেড়ে দিতে হবে। সেই নিয়ে ডিওয়াইএফআই-এর কর্মী সমর্থকদের সঙ্গে বচসা শুরু হয়, সেই থেকে হাতাহাতি বাধে। শেষমেশ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে চাকদহ থানার পুলিশ। অভিযোগ, এই বচসার মাঝেই ডিওয়াইএফআই-এর কর্মীরা বিজেপি নেতা রাহুল সিনহার গাড়িতে হামলা চালায়। এবং গাড়ির কাঁচ ভেঙে দেয়।

ডিওয়াইএফআই-এর কর্মীদের অভিযোগ, কর্মসূচি চলাকালীন বিজেপি নেতৃত্বদের উপস্থিতিতেই দলীয় কর্মীরা বাম সমর্থকদের ওপর হামলা চালায় ।মারধর করা হয় তাদের। গোটা ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। ঘটনার সামাল দেয় পুলিশ। এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ানোর আগেই ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

spot_img

Related articles

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...