Monday, May 5, 2025

বাম-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত চাকদহ, বিজেপি নেতা রাহুল সিনহার গাড়ি ভাঙচুর

Date:

Share post:

বাম-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নদিয়ার চাকদহ। শনিবার সন্ধ্যায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যাওয়ার পথে বিজেপি নেতা রাহুল সিনহার গাড়িতে ভাঙচুর চালায় বাম ছাত্র সংগঠন বলে অভিযোগ। পাশাপাশি অবরোধ করা হয় বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়িও। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।

আরও পড়ুন:নন্দীগ্রামে বিজেপিতে বিদ্রোহ, গণইস্তফা বহু নেতার
স্থানীয় সূত্রের খবর, এদিন চাকদহে বিজেপির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ও স্থানীয় বিজেপির বিধায়কেরা। এদিকে এদিন এখানে করুণাময়ীর ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভের কর্মসূচি ছিল সিপিএম যুব সংগঠন ডিওয়াইএফআই-এর কর্মী সমর্থকদের।
এই অবস্থান বিক্ষোভের মাঝে আটকে পড়ে বিজেপি নেতাদের গাড়ি। বিজেপির কর্মীরা দাবি তোলে, নেতা-সাংসদদের গাড়ি আগে ছেড়ে দিতে হবে। সেই নিয়ে ডিওয়াইএফআই-এর কর্মী সমর্থকদের সঙ্গে বচসা শুরু হয়, সেই থেকে হাতাহাতি বাধে। শেষমেশ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে চাকদহ থানার পুলিশ। অভিযোগ, এই বচসার মাঝেই ডিওয়াইএফআই-এর কর্মীরা বিজেপি নেতা রাহুল সিনহার গাড়িতে হামলা চালায়। এবং গাড়ির কাঁচ ভেঙে দেয়।

ডিওয়াইএফআই-এর কর্মীদের অভিযোগ, কর্মসূচি চলাকালীন বিজেপি নেতৃত্বদের উপস্থিতিতেই দলীয় কর্মীরা বাম সমর্থকদের ওপর হামলা চালায় ।মারধর করা হয় তাদের। গোটা ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। ঘটনার সামাল দেয় পুলিশ। এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ানোর আগেই ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

spot_img
spot_img

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...